Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানোর সময় পাক সেনার পাল্টা হামলায় বিধ্বস্ত হয় ভারতীয় যুদ্ধবিমান। পাকিস্তানের মাটিতে ধরা পড়ল ভারতীয় বায়ুসেনার পাইলট। (আর্কাইভ লিঙ্ক)

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি একই ভিডিয়ো Aaj Tak-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়ছিল। যেখান থেকে জানা যায় যে, মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বাহরেতা গ্রামে ভাঙা পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। বিমানটি ধ্বংস হয়ে গেলেও, প্রাণে বেঁচে যান পাইলট।

৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে Dainik Bhaskar-এর ওয়েবসাইটেও একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, দুর্ঘটনার সময় বিমানটিতে বায়ুসেনার দু’জন পাইলট ছিলেন। তাঁদের নাম- পাইলট বিক্রম যাদব ও উইং কমান্ডার বিরাজ বোহরা। গ্রামবাসীদের সাহায্যে তাঁরা প্রাণে বেঁচেছিলেন।

এখন এটা বোঝাই যাচ্ছে যে, ভিডিয়োটি পাকিস্তানে ভারতীয় বায়ুসেনার পাইলটের ধরা পড়ার নয়। সেটি পুরনো এবং মধ্যপ্রদেশের শিবপুরিতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার।
Sources
Video Shared by AAJ TAK instagram account on 7th feb 2025
Article Published by Dainik Bhaskar on 6th Feb 2025
Kushel Madhusoodan
October 27, 2025
Tanujit Das
October 16, 2025
Tanujit Das
October 14, 2025