Fact Check
Pahalgam Terror Attack: পহেলগাম হামলার পর পাকিস্তানকে প্রত্যুত্তর ভারতীয় সেনার? না, ভিডিয়োটি কমপক্ষে ৫ বছর পুরনো
Claim
ভিডিয়োতে দেখা যাচ্ছে পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terror Attack) পর পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ভারতীয় সেনা।

Fact
ভাইরাল ক্লিপটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ‘ইন্ডিয়ান আর্মি গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজে, ১৪ মে, ২০২১ তারিখে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।
IAF Garud নামের আরও একটি ফেসবুক পেজে, ২০২০ সালের ১৫ এপ্রিল, একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
ভিডিয়োটি কোন সময় ও কোন স্থানের এটা স্পষ্ট ভাবে নিশ্চিত করতে না পারলেও, একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো। পেহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনার প্রত্যুত্তরের নয়।
Sources
Facebook Post By ‘Indian Army group’, Dated May 14, 2021
Facebook Post By @jaijawanjaihind, Dated May 1, 2020
Facebook Post By @GarudPeGarv, Dated April 15, 2020
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z