Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
পহেলগামে সন্ত্রাসী হামলার (Pahalgam Terrorist Attack) প্রয়াত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল (Indian Navy officer, Lieutenant Vinay Narwal) ও তাঁর স্ত্রীর শেষ ভিডিয়ো।
ভাইরাল ভিডিয়োটি পহেলগামে সন্ত্রাসী হামলার প্রয়াত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তাঁর স্ত্রীর নয়। বরং অন্য একটি দম্পতির।
মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের (Pahalgam Terrorist Attack) গুলিতে নিহত ২৬ জনের মধ্যে ছিলেন, ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়াল (Indian Navy officer, Lieutenant Vinay Narwal)। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর, স্ত্রী হিমাংশিকে নিয়ে কাশ্মীরে মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন লেফটেন্যান্ট নারওয়াল (Indian Navy officer, Lieutenant Vinay Narwal)।
এই ভয়াবহ হামলার ঘটনায় যখন গোটা দেশ শোকাহত, তখন লেফটেন্যান্ট নারওয়ালের শেষ ভিডিয়ো দাবি করে একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে শাহরুখ খানের মতো পোজ দিতে দেখা যাচ্ছে এবং তাঁর স্ত্রী পিছন থেকে জড়িয়ে ধরছেন।

নবভারত টাইমস , ডিএনএ , টাইমস নাও এবং নিউজ18-এর মতো সংবাদমাধ্যমগুলিও একই দাবি-সহ ভিডিয়োটি পোস্ট করেছে।
ভাইরাল ক্লিপটির সঙ্গে সম্পর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ঘাঁটলে আমরা দেখতে পাই যে, একজন ব্যবহারকারী দাবি করেছেন যে, ভাইরাল ভিডিয়োটিতে প্রায়ত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং তাঁর স্ত্রীকে দেখানো হয়নি, বরং ‘ইয়াশিকা শর্মা’ নামে একজনকে দেখানো হয়েছে।
সেই সূত্র ধরে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজলে, আমরা ভিডিয়োটির আসল নির্মাতা ‘ইয়াশিকা শর্মা’ ( @yashika.sharma.sehrawat ) এর একটি ইনস্টাগ্রাম প্রোফাইলটি খুঁজে পাই।
২৪শে এপ্রিল, ২০২৫ তারিখের একটি পোস্টে ওই মহিলা স্পষ্ট করে জানিয়েছেন যে, ভিডিয়োটিতে তাঁকে এবং আশিস শেহরাওয়াতকে (@yashikashishsehrawat) দেখানো হয়েছে, সন্ত্রাসী হামলার শিকার লেফটেন্যান্ট নারওয়াল এবং তাঁর স্ত্রীকে দেখানো হয়নি।

ইংরেজিতে লেখা পোস্টে ইয়াশিকা শর্মা লেখেন, “বন্ধুরা, আমরা বেঁচে রয়েছি। সম্প্রতি আমার পোস্ট করা একটি ভিডিয়োর বিষয়ে কথা বলতে চাই, যা দুর্ভাগ্যবশত প্রচুর ঘৃণার জন্ম দিয়েছে। যার ফলে আমরা সেটি ডিলিট করতে বাধ্য হয়েছি। দুঃখের বিষয় হল, ভিডিয়োটি একাধিক পেজ এবং নিউজ চ্যানেল অপব্যবহার করেছে, মিথ্যা দাবি করে বলেছে যে এটি প্রয়াত বিনয় স্যার এবং তার স্ত্রীর শেষ ভিডিয়ো। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আমাদের ভিডিয়োর অপব্যবহারকারী যেকোনও পেজকে রিপোর্ট করার জন্য আমরা অনুরোধ করছি। কারণ এটি সত্যিই হতাশাজনক। এমনকি বড় সংবাদ চ্যানেল এবং পেজগুলোও যাচাই না করে, ভিউয়ের জন্য এটা ব্যবহার করছে, যা সংবাদমাধ্যমকে বিশ্বাস করা কঠিন করে তোলে। যা দেখে অবাক লাগছে।”
এরপর Newschecker-এর তরফে আশিস শেহরাওয়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি আমাদের নিশ্চিত করেন জানান যে, ভাইরাল ভিডিয়োটিতে তাঁর সঙ্গে তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছে। তিনি বলেন, “আমরা ভিডিয়োটি ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে পহেলগামে রেকর্ড করেছিলাম এবং পহেলগাম হামলার দিন সেটি আপলোড করেছিলাম। কিন্তু এর অপব্যবহার সম্পর্কে জানার পর, আমরা সেটি ডিলিট করেছি।”
তিনি ভিডিয়োটির মেটা-ডেটার একটি স্ক্রিনশর্টও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যা আরও নিশ্চিত করেছে যে, ভিডিয়োটি ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে তোলা হয়েছিল।

এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পহেলগামে সন্ত্রাসী হামলার প্রয়াত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল (Indian Navy officer, Lieutenant Vinay Narwal) ও তাঁর স্ত্রীর নয়। বরং অন্য একটি দম্পতির।
Sources
Instagram Post By @yashika.sharma.sehrawat, Dated April 24, 2025
Telephonic Conversation With Ashish Sehrawat On April 24, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z
Kushel Madhusoodan
October 27, 2025
Tanujit Das
October 16, 2025
Tanujit Das
September 20, 2025