Claim
২২ এপ্রিল, ২০২৫ তারিখ দুপুরে জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের হামলায় ২৬ পর্যটকের মৃত্যু (Pahalgam Terrorist Attack)। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, সেই ঘটনার পরেই সন্ত্রাসীদের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনা। ভারতীয় জওয়ানদের আক্রমণে ২ পাক জঙ্গির মৃত্যু হয়েছে।

Fact
ভাইরাল ভিডিয়োটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, SRK FILMS নামের একটি ফেসবুক পেজে, ২১ ফেব্রুয়ারি একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়োর সঙ্গে দেওয়া বর্ণনা থেকে জানা যায় যে, ওইদিন বিজবেড়িয়া রেল স্টেশনে একটি মক ড্রিল করেছিলেন অনন্তনাগ পুলিশ ও সিআরপিএফ-এর জওয়ানরা। যেখানে উপস্থিত ছিলেন, ডিআইজি জাভেদ ইকবাল মাট্টো, সিআরপিএফ-এর ডিআইজি কে এস দেসওয়াল, অনন্তনাগের এসএসপি জি ভি সন্দীপ চক্রবর্তী-সহ পুলিশ ও সিআরপিএফ-এর অন্যান্য আধিকারিকরা।
Current Matters, The Rising Kashmir ও Excelsior News–সহ একাধিক স্থানীয় সংবাদমাধ্যমেও একই ভিডিয়ো, একই তথ্য-সহ প্রকাশ করা হয়েছিল।
ভিডিয়োটি সম্পর্কে নিশ্চিত হতে Newschecker-এর তরফে SRK FILMS-এর এডিটর তথা কাশ্মীরি সাংবাদিক ইস্তিয়াক সফির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি আমাদের উপরে দেওয়া তথ্যগুলো নিশ্চিত করেন।
ভারতীয় সেনার চিনার কর্পসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া তথ্য থেকে জানা যায় যে, ২৩ এপ্রিল, ২০২৫ অর্থাৎ পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পরের দিন, জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি নালা এলাকায় পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুই থেকে তিনজন জঙ্গি। তাদের নিকেশ করেছিল ভারতীয় সেনা।
অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং সেটি ভারতীয় সেনার একটি মক ড্রিলের।
Sources
Video by SRK FILMS, Dated April 21, 2025
Video by Current Matters, Dated April 21, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z