Fact Check
Pahalgam Terrorist Attack: ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করায় পাকিস্তানকে নিয়ে মশকরা ট্রাম্পের? আসল ঘটনা জানুন
Claim
জম্মু-কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের হামলার (Pahalgam Terrorist Attack) জেরে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানকে নিয়ে মজা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি, একই ভিডিয়োর দীর্ঘ সংস্করণ CNN-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “Trump mocks Rubio’s SOTU water incident”। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, মার্কিন প্রেসিডেন্টের ভাইরাল ভিডিয়োটি পহেলগামে পাক জঙ্গিদের হামলার (Pahalgam Terrorist Attack) সঙ্গে সম্পর্কিত নয়। সেটি পুরনো।
২০১৩ সালে CBS News-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, ওই বছর রিপাবলিকান পার্টির তরফ, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের প্রত্যুত্তর দিয়েছিলেন মার্কো রুবিও। বক্তব্যের মাঝে কিছুটা বিরতি নিয়ে একটি জলের বোতল থেকে জল খেয়েছিলেন তিনি এবং তারপর ফের বক্তব্য শুরু করেছিলেন। তাঁর সেই কার্যকলাপ নিয়ে তখন প্রচুর চর্চা হয়েছিল।
২০১৬ সালে অর্থাৎ ভাইরাল ভিডিয়োতে প্রতিদ্বন্দ্বী রুবিওর সেই কার্যকলাপেরই নকল করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এখন নিশ্চিন্তে এটা বলা যায় যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং সেটি পহেলগামে পাক জঙ্গিদের হামলার (Pahalgam Terrorist Attack) সঙ্গে সম্পর্কিত নয়।
Sources
Video by CNN, Dated February 27, 2016