Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)।
গুগল লেন্সের মাধ্যমে ভাইরাল ছবিটির পরীক্ষা করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১২ এপ্রিল একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, The News Minute নামের একটি ওয়েবসাইট। যার শিরোনাম ছিল- PM Modi meets top gamers in India, discusses future of gaming industry. ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেশের বিখ্যাত কয়েকজন গেমারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং সেখানে একমাত্র মহিলা গেমার হিসেবে নাম রয়েছে, পায়েল ধারে (Payal Dhare)। এছাড়া, অনিমেশ আগরওয়াল, মিথিলেশ পাতানকার, নমন মাথুর ও আশু ভাটের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মোদি।
অন্যান্য সংবাদমাধ্যমও একই ছবি-সহ খবরটি প্রকাশ করেছিল।
সেই সূত্র ধরে সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৩ এপ্রিল, প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও, ওই সাক্ষাতের সম্পূর্ণ ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সেখানেও মহিলা গেমারের নাম পায়েল ধারেই (Payal Dhare) দেখানো হয়েছিল।
একই দিনের নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন গেমার পায়েল ধারে (Payal Dhare)।
সুতরাং এখন বোঝাই যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে এক ফ্রেমে যে মহিলাতে দেখা যাচ্ছে, সে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) নয়।
Sources
Report by The News Minute, dated April 12, 2024
Video by PM Narendra Modi, dated April 13, 2024
Tanujit Das
July 8, 2025
Vasudha Beri
June 27, 2025
Tanujit Das
May 31, 2025