রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkপাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

পাকিস্তানে পেশোয়ারে সম্প্ৰতি একটি মসজিদে ঘটে গেছে ভয়াবহ বিস্ফোরণ যার ফলে ৬০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে এবং ২০০ জন আহত হয়েছে। পাকিস্তানে পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে সোশ্যাল মিডিয়াতে মসজিদের ভিতরের বিস্ফোরণের ছবি যেগুলোকে পাকিস্তানের বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 1
Courtesy: Facebook/ Deshpotro24com
পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 2
Courtesy: Facebook / Nayergoan Digonto
পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 3
Courtesy: Facebook / JamunaTelevision
পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 4
Courtesy: Facebook / atn24online 

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের পর ISIS এই বিস্ফোরণের দায় নিয়েছে। সন্ত্রাসবাদী ইসলামিক স্টেটের মদতপুষ্ট সংবাদ সংস্থা Amaq তাদের একটি রিপোর্টে জানিয়েছে ISIS এর একটি মিলিট্যান্ট শাখাকে মসজিদে বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শুক্রবারের জুম্মা নামাজের সময় এই মিলিট্যান্ট দলটি মসজিদের প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়।

Fact check / Verification

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে যে দুটি ছবি ছড়িয়েছে তা বিস্ফোরণের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ছবি দুটি নিয়ে অনুসন্ধান শুরু করি। প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ করার পর CNNAriana News এর ২০২১ সালের ৯ই অক্টোবরের খবর পাই। জানা গেছে আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ফলে ১২০ জন প্রাণ হারিয়েছে এবং ১৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবারের নামাজের সময় আফগানিস্তানের কুন্দুজ এরিয়ার খানাবাদ বন্দরের সিয়া মসজিদে আচমকা বোমা বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত সংগঠন এই বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা করে জানিয়েছে এই কাণ্ডের পেছনের অপরাধীদের খুঁজে তাদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা হবে।

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 5

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি

দ্বিতীয় ছবিটি পাকিস্তানের একটি মাদ্রাসার ছবি এবং AisaNews এর ২০২০ সালের অক্টোবরের রিপোর্টে আমরা এই ছবিটি পাই। AisaNews ও Livemint এর ২০২০ সালের ২৭শে অক্টোবরের রিপোর্টের মাধ্যমে জানতে পারি পাকিস্তানের জুবাইরিয়া মাদ্রাসায় এক সেমিনারে সেখানকার ছাত্র ও শিক্ষকরা উপস্থিত ছিল। এই সময় ঘটে বিস্ফোরণটি। আটজন ছাত্রের মৃত্যু হয় এবং দুজন শিক্ষক সহ ১২০জন আহত হয়েছিল। এই বিস্ফোরণের দায় যদিও কোনো জঙ্গি সংগঠন নেয়নি বলে জানা গেছে।

পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ছড়ালো পুরোনো ছবি image 5

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানের পেশোয়ারে মসজিদ বিস্ফোরণের আবহে ২০২০ সালের পাকিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণের ও ২০২১ সালের আফগানিস্তানের সিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ছবি ছড়িয়েছে।

Result : False Connection


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular