সপ্তাহের সেরা ৫টি আর্টিকেল নিয়ে আমরা হাজির। যেখানে বিগ-বস ও সালমান খানে নিয়ে গুজবের থেকে শুরু করে রাখির পাকিস্তানের পতাকার সাথে ভাইরাল ছবির পেছনের আসল কারণ এবং কলকাতা নাইট রাইডার্সের রিলায়ান্সে টাকা লগ্নির কারণ। এবং অবশ্যই বিস্তারিত জানতে পারবেন কেন ড্রাগন বাহিনীকে নিয়ে ভাইরাল হয়েছে ভিডিও এবং মাথার খুলি নিয়ে চাষীদের আন্দোলনের পুরোনো ছবির সঠিক হদিস – এই ধরণের ভাইরাল ও গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন মাত্র পাঁচ মিনিটের মধ্যে।

সালমান খানকে জনগণ আর পছন্দ করছে না তাই বন্ধ হতে বসেছে বিগ-বস ১৪?
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য সালমানকে পরোক্ষ ভাবে দায়ী করা হলেও আসন্ন জনপ্রিয় হিন্দি শো বিগ-বস ৩রা অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবং সঞ্চালনার দ্বায়িত্বে আছেন সালমান খান। অফিসিয়ালি এই শোয়ের টিজার রিলিজ প্রমান করে সোশ্যাল মিডিয়াতে এই শো কে নিয়ে দাবি সালমানের অনুরাগী সংখ্যা কমে যাওয়ার জন্য এই শো বন্ধ করে দেওয়া হলো তা সম্পূর্ণ ভুল খবর।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

রাখি সাওয়ান্ত পাকিস্তানের ক্যাম্পে পাক পতাকা হাতে ছবি তুলছে?
পাকিস্তানের পতাকার সাথে রাখীর ছবি ভুল উদ্দেশ্য নিয়ে ভাইরাল হয়েছে। কাশ্মীরি পন্ডিতদের নিয়ে ধারা ৩৭০-সিনেমার একটি দৃশ্য যেখানে পাকিস্তানী মেয়ের চরিত্রে অভিনয় করা রাখী সাবন্তের ছবি সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

লাদাখ বর্ডারে যাবার সময়, চাইনিজ সৈন্যরা কাঁদছে ?
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চীনাসেনাদের কান্নাকরার ভিডিও, যেখানে দাবি করা হয়েছে ভারত-চীনের বর্ডার বা লাদাখ সীমান্তে যাওয়ার পথে PLA সেনারা চোখের জল ফেলছে, এই কারণটি আসলে ভুল। য়িংজহু জেলার অন্তর্ভুক্ত ফুয়াং শহরের নতুনসেনারা অশ্রুজলে নিজের গ্রাম, বাড়ির প্রিয়জনদেরকে বিদায় জানিয়ে মিলিটারিক্যাম্পের দিকে যাওয়ার মুহূর্তের সময়কার ভিডিও।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

আইপিএলের কলকাতা টীম রিলায়েন্স ইন্ডাস্ট্রির ১.২৮ শতাংশ শেয়ার পাবে?
আইপিএলের কলকাতা টীমকে নিয়ে ভাইরাল খবর রিলায়েন্স-এ ইনভেস্ট করে ১.২৮% শেয়ার অধিগ্রহণ করতে চলছে KKR , এই খবরটি বিভ্রান্তিকর। আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা Kohlberg Kravis Roberts বা KKR ৫,৫৫০ কোটি টাকা রিলায়ান্সে লগ্নি করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

কৃষি বিলের প্রতিবাদের মাথার খুলি নিয়ে বিরোধ করলেন কৃষকরা ?
২০২০ সালের কৃষি বিল ভারতীয় কৃষকদের জন্য প্রাণঘাতী এই মর্মে সারা ভারতে শুরু হয়েছে বিক্ষোভ। সাংসদ থেকে কৃষক প্রত্যেকেই এই বিলের প্রতি বিরোধ প্রদর্শনে সামিল হয়েছে। এই বিরোধ প্রদর্শনের মিছিলের ছবির সাথে ভাইরাল হচ্ছে কিছু পুরোনো ছবি যেমন হাতে মাথার খুলি নিয়ে তামিলনাড়ুর এক কৃষকের কান্নার ছবি এখনকার বলে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।