Claim
সোশ্যাল মিডিয়াতে তুরস্কের ভূমিকম্পের আবহে ধ্বংস্তুপের কাছে বসে থাকা একটি কুকুরের ছবি ছড়িয়েছে। ছবিটিতে কুকুরটির পাঞ্জার উপর ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটি হাত বেরিয়ে থাকতে দেখা যাচ্ছে।

দাবি করা হয়েছে এই কুকুরটির মালিক ধসে যাওয়া বাড়ির নিচে চাপা পরে আছে। সে তার প্রভুকে শনাক্ত করতে পেরে সাহায্যের জন্য আর্তি চাইছে।
Fact
তুরস্কের ভূমিকম্পের আবহে ধ্বংস্তুপের কাছে বসে থাকে কুকুরের ছবিটি কয়েক বছর পুরোনো। কুকুরের ছবিটির Yandex সার্চ করার পর বেশকিছু পোস্ট আমরা পেয়ে যেখানে এই কুকুরটির ছবি রয়েছে। এই পর্যায়ে আমরা Jeevoka নামের একটি ওয়েবসাইটে এই ছবিটি পাই। ২০২০ সালের এই প্রতিবেদনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে নিজের পোষ্যকে তৈরী রাখা যেতে পারে তার কথা বলা হয়েছে। অর্থাৎ এই ছবিটি তুরস্ক ভূমিকম্পের সাথে সম্পর্কিত নয়।

অন্যদিকে এই কুকুরটির আরো বেশকিছু ছবি আমরা পাই ধ্বংসস্তূপের সামনে। Jaroslav Noska নামের চেকোশ্লোভাকিয়ার চিত্রগ্রাহক এই কুকুরের ছবিটি তোলেন। এই কুকুরের ছবিটির সাথে লেখা হয়েছে ভূমিকম্পে আটকে পড়া আহত মানুষের খোঁজে কুকুরটি। অর্থাৎ এটি আসলে একটি উদ্ধারকারী কুকুর যা মূলত সেনাবাহিনীর তরফ থেকে উদ্ধার কাজে ব্যবহৃত হয়। তুরস্কের ভূমিকম্পে তার প্রভু আটকে পড়ার দাবিটি মিথ্যে।

Shutterstock, Adobe Stock, ও Alamy তেও এই কুকুরটির ছবি রয়েছে। Alamy ওয়েবসাইট থেকে জানতে পারি ছবিটি ২০১৮ সালের ১৮ই অক্টোবর তোলা হয়েছে।
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে তুরস্কের ভূমিকম্পের আবহে ধ্বংস্তুপের কাছে বসে থাকে কুকুরের ছবিটি সাম্প্রতিক কম্পনের সাথে সম্পর্কিত নয়। ছবিটি স্টক ইমেজের ২০১৮ সালে তোলা।
Result : False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।