Fact Check
SIR শুরুর আগে দল ছাড়লেন মালদহের এই বিজেপি নেতা? ভাইরাল দাবির পিছনের সত্যিটা জানুন
Claim

Fact
ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যাচ্ছে যে, মালদহের গাজলে শুভেন্দু অধিকারীর সভার পরেই, জেলার বিজেপি নেতা সৌমিত্র রায় ইস্তফা দেন। রাজ্যের বিরোধী দলনেতর উপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি ইস্তফা দেন।
সেই সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ৩ জানুয়ারি, ABP Ananda-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায়, মালদহের গাজলে শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই গেরুয়া শিবিরে ভাঙন ধরেছিল। বিরোধী দলনেতার উপর ক্ষোভ উগরে দিয়ে, ইস্তফা দিয়েছিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সৌমিত্র রায়। ২০২১-এ বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র রায়।
একই দিনে, Anandabazar Patrika-র ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল। ইস্তফা দেওয়ার পর সৌমিত্র রায় জানিয়েছিলেন, “গত বিধানসভা নির্বাচনে আবেগের বশে বা ভুল করে এক জন বিশেষ ব্যক্তিকে ভরসা করে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম, উনি বোধ হয় ধর্ম নিরপেক্ষ হবেন। কিন্তু উনি বিজেপির পুরনো নেতাদের থেকেও বেশি উগ্র। উনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন।”
এখান থেকেই স্পষ্ট যে, মালদহের বিজেপি নেতার এই দলত্যাগের ঘটনাটি ২০২৩ সালের এবং সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কোনও যোগ নেই।
Sources
Video by ABP Ananda, dated January 3, 2023
Report by Anandabazar Patrika, dated January 3, 2023