Authors
Claim: ‘ম্য়াই-বেহান মান যোজনা’, প্রতিমাসে দেশের সমস্ত মহিলার ব্য়াংক অ্য়াকাউন্টে কেন্দ্রের তরফে দেওয়া হবে ২৫০০ টাকা, ঘোষণা প্রধানমন্ত্রীর।
Fact: ভাইরাল দাবিটি সঠিক নয়। ‘ম্য়াই-বেহান মান যোজনা’ প্রকল্পটি, মোদীর ঘোষণা করা কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প নয়। বরং সেটি আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের মহিলাদের জন্য় ঘোষণা করেছেন।
সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে কলকাতা নিউজ চ্য়ানেলের প্রতিবেদনের একটি ভিডিয়ো। যে ভিডিয়োতে সঞ্চালককে বলতে শোনা যাচ্ছে যে, মহিলাদের জন্য় বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিমাসে দেশের সমস্ত মহিলাদের ব্য়াংক অ্য়াকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হবে ২৫০০ টাকা। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ম্য়াই-বেহান মান যোজনা’। (আর্কাইভ লিঙ্ক)
কলকাতা নিউজের একটি রিপোর্টের ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে একজন লিখেছেন, “মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রতি মাসে 2500 টাকা সরাসরি একাউন্টে দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী Narendra Modi জী।। সংবিধানের 75 তম বর্ষে এই ঘোষনা।। প্রশ্ন হল – যারা এতোদিন Mamata Banerjee লক্ষীর ভান্ডারের ৫০০ এবং ১০০০ টাকাপেয়ে ধরাকে সরা জ্ঞান করত না তারা নিশ্চয় এই প্রকল্পের সুবিধা নেবেন না ? যারা এই লক্ষীর ভান্ডার পেয়ে মমতাকে “মা ” ভাবতে শুরু করেছিল তারা এখন নিশ্চয় মায়ের সঙ্গে গাদ্দারি করবে না?” (আর্কাইভ লিঙ্ক)
Fact Check/ Verification
ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষ উপলক্ষে ১৪ ডিসেম্বর লোকসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই ভাষণে মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে কথা বললেও, তাঁদের জন্য় ‘ম্য়াই-বেহান মান যোজনা’ নামের কোনও প্রকল্প ঘোষণা করতে প্রধানমন্ত্রীকে শোনা যায়নি।
এরপর সোশ্য়াল মিডিয়ায় কিওয়ার্ড সার্চ করলে দেখা যায়, ১৪ ডিসেম্বর আরজেডি নেতা তেজস্বী যাদব ‘ম্য়াই-বেহান মান যোজনা’ নামের একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা ভোটে বিহারে তাঁর দল সরকার গড়লে, মহিলাদের জন্য় এই প্রকল্প নিয়ে আসা হবে। সেক্ষেত্রে, রাজ্য়ের প্রতিটি মহিলাকে মাসে ২৫০০ টাকা করে ভাতা দেবে সরকার।
এছাড়া, ইন্টারনেটে সার্চ করেও ‘ম্য়াই-বেহান মান যোজনা’ নামে কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের খোঁজ পাওয়া যায়নি।
Conclusion
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি সঠিক নয়। ‘ম্য়াই-বেহান মান যোজনা’ প্রকল্পটি মোদীর ঘোষণা করা কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প নয়। বরং সেটি আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের মহিলাদের জন্য় ঘোষণা করেছিলেন।
Result: Missing Context
Sources
Video by Sansad TV, Dated December 14, 2024
X post by Rashtriya Janata Dal, Dated December 14, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।