Claim
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি রিয়াদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জমজমের জল পান করেছেন।

Fact
রিয়াদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জমজমের জল পান করেছেন দাবিটি সত্যি নয়। যে ছবিটি ভাইরাল হয়েছে তার পেছনের ঘটনা জানার জন্য আমরা রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা Leaders এর ১৯শে জানুয়ারির একটি লিংক পাই যেখানে রোনাল্ডোর হাতে ধরা পানীয় গ্লাসের ছবিটি পাই। সৌদির ব্যবসায়ীরা ২.৬ মিলিয়ন ডলার খচর করেছেন রোনাল্ডো ও মেসিকে মাঠে দেখার জন্য এই শীর্ষকের রিপোর্টে এখানে তিনি জমজমের জল পান করেছেন কিনা সেই বিষয়ে কিছু বলা হয়নি।

Leaders এর রিপোর্ট থেকে জানতে পারি টার্কিশ আল-শেখ সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে বিশ্বের তাবড় তাবড় ফুটবল খেলোয়াড়রা আমন্ত্রিত ছিলেন। এই সূত্র ধরে গুগলে খোঁজার পর আমরা টার্কিশ আল-শেখের ইনস্টাগ্রাম ভিডিও পাই। ১৯শে জানুয়ারির এই ভিডিওতে রোনাল্ডোর সাথে আরো অনেক ফুটবল খেলোয়াড়কে দেখা গেছে। এখানে যে পানীয় রোনাল্ডোর গ্লাসে ঢালা হচ্ছে সেটি ওয়েলকাম ড্রিঙ্ক।

নিশ্চিত হই আমরা যখন Al-Marsad এর রিপোর্ট পাই। Ronaldo Welcome drink এই জাতীয় কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর এই রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে কিছু কিছু মিডিয়া দাবি করেছেন রোনাল্ডোকে পানীয় জাতীয় কিছু পান করতে দেখা গেছে রিয়াদ সিজন পার্টিতে। কিন্তু তা আসলে সৌদির বিখ্যাত কফি। এখানে রোনাল্ডোর আরো বেশকিছু ছবি দেখা যাচ্ছে যেখানে ওনার হাতে ছোট গ্লাস দেখা গিয়েছে।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে রিয়াদে ক্রিস্টিয়ানো রোনাল্ডো জমজমের জল পান করেছেন দাবিটি সত্যি নয়, তিনি সৌদির কফি পান করেছিলেন।
Result: False
Our Sources
Instagram post 19th Jan, 2023
TV9 Bangla 20th Jan 2023
Leaders 19th Jan 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।