স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চ্যাটার্জী – অর্পিতা মুখার্জীকে নিয়ে চলতে থাকা ডামাডোলের আবহে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের কোনো একটি অনুষ্ঠানে রঙিন আলোয় সাজানো মঞ্চে দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় একটি জনপ্রিয় হিন্দি গানে কোমর দোলাচ্ছেন এবং সাথে যিনি নাচ করেছেন তাকে পার্থ চ্যাটার্জী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জী বলে দাবি করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও এখানে দেখা যেতে পারে –



সম্প্রতি NDTVর একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সৌগত রায় এবং দিলীপ ঘোষ। সেখানে কথোপকথনের সময় সৌগত রায় বলেন তিনি অর্পিতা কে তা জানেনা না, তার ফ্ল্যাট থেকে যে টাকার পাহাড় উদ্ধার করেছে ইডি সাথে নেত্রী মমতা ব্যানার্জীর কোনো যোগ আছে কিনা এই সম্পর্ক খুঁজতে যাওয়া বৃথা। আর এই আবহে ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দাবি করা হয়েছে হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায়।
Fact check / Verification
হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায় এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে সৌগত রায়ের সাথে মঞ্চে অর্পিতা ছিলেন কিনা জানার জন্য আমরা গুগলে ‘Saugata Roy dancing’ এই কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি।

এই পর্যায়ে আমরা India Today, সংবাদ প্রতিদিন, ও অমর উজ্বালার তিনটি লিংক পাই। ১৮ই জানুয়ারি ২০১৯ সালের এই ভিডিওটিকে বর্তমানে ভুল দাবি সমেত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।
সংবাদ প্রতিদিনের ১৮ই জানুয়ারি ২০১৯ সালের ইউটুউবটি ভালো করে দেখার পর আমরা ভাইরাল ভিডিওটির সাথে সাদৃশ্য খুঁজে পাই। যে অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে তা ২০১৯ সালের দমদম খাদ্য মেলার ভিডিও। মেলার উদ্বোধনে বলিউড বিখ্যাত নায়িকা রবিনা ট্যান্ডন উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন সৌগত রায়, ব্রাত্য বসুও। ৯০এর দশকের বিখ্যাত সিনেমা Mohra তে অভিনয় করেছিলেন রবিনা। দমদম খাদ্য মেলার মঞ্চে রবিনা পা রাখতেই বেজে ওঠে Mohraর বিখ্যাত গান ‘তু চিজ বাড়ি হে মস্ত মস্ত’.এই গানেই রবিনা ট্যান্ডন ও সৌগত রায়কে নাচতে দেখা যায়।
হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায় – দাবিটি ভুল
অর্পণ ব্যানার্জী নামের একটি ইউটুউব চ্যানেল থেকে থেকেও আমরা এই অনুষ্ঠানের ভিডিও পাই। নালে-ঝোলে খাদ্য মেলার এই উৎসব মূলত শীতকালের নানা রকমের খাবারের সমারোহ নিয়ে এই মেলা আয়োজন করা হয়। ১৮ই জুনায়ির এই ভিডিওটিতে দেখা যাচ্ছে রবিনার সাথে সাথে সৌগত রায়ের ডাকে ব্রাত্য বসুও ওনার আসন ছেড়ে উঠে আসেন।
India Todayর এই ফেসবুকের ভিডিওতে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে সৌগত রায়ের সাথে মঞ্চে যিনি নাচছেন তিনি অর্পিতা নয়, রবিনা ট্যান্ডন। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের সাংসদ সৌগত রায়কে নিয়ে যে দাবি করা হয়েছে তা মিথ্যে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হিন্দি গানের সাথে একই মঞ্চে অর্পিতার সাথে নেচেছিলেন সৌগত রায় এই দাবিটি মিথ্যে, কারণ ভিডিওতে সৌগত রায়ের সাথে ছিলেন রবিনা ট্যান্ডন।
Result: False
Our sources
Sangbad Pratidin YouTube video of 18th Jan 2019
India Today Facebook video of 17th Jan 2019
Amarujala News of 18th Jan 2019
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।