Fact Check
উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার দাবিতে ছড়ালো পুরনো ভিডিয়ো
Claim
দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়েতেও হামলা।
Fact
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ভাইরাল ভিডিয়োটি সাম্প্রতিক নয়, বরং কয়েকমাস পুরনো।
বন্যা-বিধ্বস্ত উত্তরবঙ্গ। দুর্যোগকবলিত নাগরাকাটা পরিদর্শন গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁদের মারধরের অভিযোগ ওঠে। বর্তমানে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
এই পরিস্থিতিতে কনভয়ে হামলার একটি ভিডিয়ো পোস্ট করে অনেকেই দাবি করেছে যে, খগেন মুর্মু-শঙ্কর ঘোষের পর, উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর কনভয়েতেও হামলা হয়েছে। সেই মর্মে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “উত্তরবঙ্গে এই কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নায়ক হতে চেয়ে ছিল, কিন্তু পাবলিক ভিলেন বানিয়ে দিল।”

Evidence
ভিডিয়োর সোর্স শনাক্তকরণ:
ভাইরাল ভিডিওতে ‘উত্তরের সংবাদ ২৪X৭’-এর ওয়াটারমার্ক দেখা যায়। অনুসন্ধান করে দেখা যায়, ২০২৫ সালের ৫ অগাস্ট, ওই ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল, শিরোনাম ছিল— “#BreakingNews কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, ভাঙলো গাড়ির কাঁচ।”
মেইনস্ট্রিম রিপোর্ট:
৫ ও ৬ আগস্ট ২০২৫ তারিখে DD Bangla News, News18 Bangla ও ABP ANANDA–র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ঘটনার খবর প্রচারিত হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ, কোচবিহারে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হয়। অভিযোগ ছিল, তৃণমূল সমর্থকরাই কালো পতাকা নিয়ে হামলা চালান এবং তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।
Verdict
এখান থেকে স্পষ্ট যে, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ভাইরাল ভিডিয়োটি সাম্প্রতিক নয়, বরং কয়েকমাস পুরনো।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিয়োটি কবে ধারণ করা হয়েছিল?
উত্তর: ভিডিয়োটি ২০২৪ সালের ৫ আগস্টের, কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার সময়।
প্রশ্ন ২: সাম্প্রতিক বন্যার সময় কি তাঁর কনভয়ে হামলা হয়েছিল?
উত্তর: না, এমন কোনও সাম্প্রতিক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
প্রশ্ন ৩: ভিডিয়োটি কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তর: ‘উত্তরের সংবাদ ২৪X৭’ ফেসবুক পেজে ভিডিয়োটি প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন ৪: সেই সময়ের ঘটনায় কী ঘটেছিল?
উত্তর: তৃণমূল সমর্থকরা কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাঁর গাড়ির কাঁচও ভাঙা হয়।
Sources
Report by উত্তরের সংবাদ ২৪X৭
Report by DD Bangla News
Report by News18 Bangla
Report by ABP ANANDA