Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
নীশিথ প্রামাণিকের একটি ছবি শেয়ার করে দাবি করা হয় যে তিনি রাতের অন্ধকারে কাঁটাতার টপকানোর প্রয়াসে গ্রেফতার হয়েছেন।
ভাইরাল ছবিটি সম্প্রতি (SIR–প্রেক্ষাপটে) তোলা নয়। এটি ২০২৪ সালের একটি ঘটনাযোগ্য ছবির—কোচবিহারে আরজি কর কাণ্ডের প্রতিবাদী কর্মসূচি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তোলা হয়।
৪ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে এরাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর/SIR) কাজ। বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। এর প্রতিবাদে একই দিনে কলকাতায় পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআি-এর সমর্থনে সোদপুরে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী।
একদিক যখন এসআইআর (SIR Row) নিয়ে মানুষের মনে আশঙ্কা ও কৌতুহল দানা বাঁধছে এবং বাড়ছে রাজনৈতিক উত্তাপ, তখন বিজেপি নেতা নীশিথ প্রামাণিকের ছবি-সহ একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে লেখা রয়েছে, “রাতের অন্ধকারে কাঁটাতার টপকাতে গিয়ে পুলিশের জালে বিজেপি নেতা”। সেই পোস্টকার্ডটি ফেসবুকে পোস্ট করে একজন লিখেছেন, “শুভ রাত্রি বলার আগে একটু স্বস্তি অনুভব করুন। এমন দৃশ্য আরো বেশি বেশি দেখতে পাবো অশা করি এরা বিজেপি নেতা মন্ত্রী সাংসদ কিন্তু ভারতের নাগরিক নয় এটাই বিজেপি”।

ভাইরাল পোস্টকার্ডে থাকা ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ, Sangbad Pratidin-এর ওয়েবসাইটে, একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই ছবি থেকে জানা যায় যে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে কোচবিহারে জেলা শাসকের কার্যালয় অভিযান করেছিল বিজেপি। যাতে নেতৃত্ব দিয়েছিলেন নীশিথ প্রামাণিক। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে গিয়েছিল। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করেছিল পুলিশ। পাল্টা ইটবৃষ্টি করেছিল বিজেপির নেতা-কর্মীরা। গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক।

এছাড়া, Sangbad Pratidin ও News18 Bangla-র ইউটিউব চ্যানেলেও নীথিশ প্রামাণিকের কর্মসূচির ভিডিয়ো প্রতিবেদন দেখতে পাওয়া যায়।
Calcutta Television Network-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি দেখতে পাওয়া যায়।
প্রসঙ্গত, ২০২১ সালে, তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিককে বাংলাদেশের নাগরিক বলে করেছিলেন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। এখানেই শেষ নয়, নিশীথ প্রামাণিক নাকি নিজের নির্বাচনী হলফনামায় কোচবিহারের ঠিকানার ক্ষেত্রেও জালিয়াতি করেছিলেন বলে কংগ্রেস সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই মর্মে চিঠিও লিখেছিলেন তিনি। সেই চিঠিকে সামনে রেখে তোপ দেগেছিল তৃণমূল কংগ্রেস। যদিও, বিষয়টিকে গুরুত্ব দেননি নিশীথ প্রামাণিক। তাঁর ঘনিষ্ট মহল সূত্রে দাবি করা হয়েছিল, কোচবিহারের প্রাক্তন সাংসদ জন্ম সূত্রে ভারতীয়। এমনকী, তাঁর বাবা বিধুভূষণ প্রামাণিক ও মা ছন্দ প্রামাণিক ভারতেরই নাগরিক। ভেটাগুড়ির লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন নিশীথ। দিনহাটার একটি জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতাও করেছেন। তবে বাংলাদেশের গাইবান্ধা জেলার হরিনাথপুরে তাঁদের আত্মীয় স্বজন রয়েছে। নিশীথ মন্ত্রী হওয়ার খবরে তাঁরা খুশি হয়ে লাড্ডু বিলিয়েছিলেন বাংলাদেশে।
এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল পোস্টকার্ডটি সঠিক নয়, ভুয়ো।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ছবিটি কখন ও কোথায় তোলা হয়েছিল?
উত্তর: ছবিটি ২ সেপ্টেম্বর ২০২৪–এ কোচবিহারে আরজি কর কাণ্ডের প্রতিবাদী কর্মসূচির সময়ের; তা সাম্প্রতিক SIR–ঘটনার ছবি নয়।
প্রশ্ন ২: ছবিতে সত্যিই নীশিথ প্রামাণিককে গ্রেফতার করা হয়েছিল কি?
উত্তর: ঘটনাস্থলে আইন-প্রয়োগী কর্তৃপক্ষের পদক্ষেপের রিপোর্ট আছে—তবে ভাইরাল পোস্টে দেওয়া “কাঁটাতার টপকাতে গিয়ে গ্রেফতার”—এই নির্দিষ্ট প্রেক্ষাপটটি তথ্য বিকৃত।
প্রশ্ন ৩: সূত্রগুলো কী কী?
উত্তর: Sangbad Pratidin, News18 Bangla ও Calcutta Television Network–এর প্রতিবেদন ও ভিডিও রিপোর্টকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।
প্রশ্ন ৪: কেন এমন পুরনো ছবি নতুনভাবে প্রচার করা হয়?
উত্তর: রাজনৈতিক উত্তাপ বা সামাজিক বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পুরনো ছবি/ভিডিওকে নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে দ্রুত ভাইরাল করা হয়; তাই রিভার্স ইমেজ ও উৎস যাচাই জরুরি।
প্রশ্ন ৫: আমি এমন কোনো ছবি পেলে কী করে যাচাই করব?
উত্তর: রিভার্স ইমেজ সার্চ, সূত্র (সংবাদ/ভিডিও রিপোর্ট) দেখুন এবং অফিসিয়াল সংবাদ সংস্থা বা পত্রিকার প্রতিবেদনে মিল আছে কি না যাচাই করুন।
Sources
Report by Sangbad Pratidin
Video by News18 Bangla
Report by Calcutta Television Network
Tanujit Das
November 30, 2025
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 22, 2025