Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর/SIR) কাজ শুরু হতেই অবৈধ বাংলাদেশিদের ফেরত নিল বাংলাদেশ।

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ১৩ অগাস্ট, ২০২৫ তারিখ, বাংলাদেশি সংবাদমাধ্য়মে একই ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের চেকপোস্ট দিয়ে ১০ জন পুরুষ ও ১২ জন মহিলা-সহ মোট ২২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মনবাড়িয়া, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুর,খুলনা, রাজবাড়ী, নরসিংদী, পিরোজপুর, শরীয়তপুর, বাঘেরহাট, নওগাঁ, ঠাকুরগাও, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায়। জানা গিয়েছিল, জীবিকার সন্ধানে বিভিন্ন সময়, বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে তারা ভারতে ঢুকেছিল। হায়দারাবাদে ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করেছিল।

Ekushey Television, Deshtvnews-সহ অন্যান্য বাংলাদেশি সংবাদমাধ্যমেও খবরটি, সেই সময় প্রকাশিত হয়েছিল।
প্রসঙ্গত, ৮ নভেম্বর, ২০২৫ তারিখ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর/SIR) কাজ শুরু হয়েছে।
অতএব ভাইরাল ভিডিয়োটি পুরনো। পশ্চিমবঙ্গে SIR শুরু হওয়ার পরের ভিডিয়ো এটি নয়।
FAQs:
১. SIR কী?
SIR বা Special Intensive Revision হল নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া, যেখানে ভোটার তালিকার তথ্য সংশোধন বা নতুন নাম সংযোজন করা হয়।
২. SIR শুরু হওয়ায় কি বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে?
না। বিএসএফ-এর মাধ্যমে বাংলাদেশিদের ফেরত পাঠানো নিয়মিত সীমান্ত প্রক্রিয়ার অংশ, এর সঙ্গে SIR-এর কোনও সম্পর্ক নেই।
৩. ভাইরাল ভিডিয়োটি কখনের?
ভিডিয়োটি ১৩ অগস্ট ২০২৫-এর, যা বাংলাদেশের সংবাদমাধ্যমে তখনই প্রকাশিত হয়েছিল।
৪. ভিডিয়োটিতে কি পশ্চিমবঙ্গের কোনও এলাকা দেখা যাচ্ছে?
না, দৃশ্যটি বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্টের, পশ্চিমবঙ্গের নয়।
৫. তাহলে কেন এই ভিডিয়ো এখন ভাইরাল?
ভিডিয়োটিকে প্রেক্ষাপট বদলে, বাংলার SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে ভুয়ো দাবি ছড়ানো হচ্ছে—যা তথ্যভিত্তিকভাবে ভুল।
Sources
Report by jaijaidinbd
Video by Ekushey Television
Video by Deshtvnews
Tanujit Das
November 30, 2025
Runjay Kumar
November 29, 2025
Tanujit Das
November 15, 2025