Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ভিডিয়োতে বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বলতে শোনা যাচ্ছে, “মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন।”

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ২৯ মে, Haldia Live নামে একটি স্থানীয় সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে, একই ধরনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োj ৬ মিনিট ২১ সেকেন্ড থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বলতে শোনা যায়, “আমি ওর কোনও কথারই উত্তর দেবো না। কারণ হি ইজ নট আ পলিটিক্যাল পার্সন। আমি কালকেই বলেছি যে, রুচিরা নারোলাটা কে? বিনয় মিশ্রর সঙ্গে তার সম্পর্ক কী? এটা তাকে দিতে হবে। তার এমবিএ-র ডিগ্রি কোন ইউনিভার্সিটির? এখন কেন লেখেন না? রাজনীতি করতে গেলে বলার আগে মেপে বলা উচিত। আর এই ধরনের অশিক্ষিত রাজনৈতিক কর্মী…পশ্চিমবাংলা বলে আপনারা টিভিতে দেখান। মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন। এর আগে পিসিমণি কলকাতাতে অপমান করলেন। মাতঙ্গিনী হাজরা রক্ত খেতে খেতে, পিছাবনীতে মারা গিয়েছিলেন। কত বড় মিথ্যা। মাতঙ্গিনী হাজরা শহিদ হয়েছেন, ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর, তমলুকের বানপুকুরে। এর আগে বিদ্যাসাগরকে এই তোলাবাজ, কয়লা ভাইপো অপমান করে গিয়েছিলেন। বর্ণপরিচয় লেখা নিয়ে। কালকেও আমাদের স্মরণীয় সুশীল ধারা মহাশয়কে অপমান করেছেন। বলছে, সুশীল চন্দ্র সামন্ত…” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেই মাতঙ্গিনী হাজরার প্রসঙ্গটি তুলেছিলেন।
একই সময়ে, One India ও ETV Bharat ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার নন্দনায়ক বাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
২০২১ সালের ১৬ মার্চ, বঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখান তাঁকে বলতে শোনা গিয়েছিল, “মাথায় রাখবেন, বর্ণপরিচয়ের স্রষ্ঠী, বাংলার অন্যতম বীর সন্তান মাতঙ্গিনী হাজরা।”
এছাড়া, ২০২১ সালের ১৭ মার্চ, বাংলা NEWJ-র অফিসিয়াল ফেসবুক পেজেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল।
সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে, ভাইরাল ভিডিয়োটি সঠিক নয়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কখনই বলেননি, “মাতঙ্গিনী হাজরা বর্ণপরিচয় লিখেছিলেন।”
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025