Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ফেসবুকে কিছুদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে, ‘মুসলিম জাগো, আমাদের যুদ্ধ করতে হবে’ .এই ভিডিওটিকে শেয়ার করে তার সাথে দাবি করা হয়েছে ত্বহা সিদ্দিকী হিন্দুদের বিরুদ্ধে এই লড়াইয়ে যোগদানের ডাক দিয়েছেন।

পীরজাদা ত্বহা সিদ্দিকী হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানের ডাক দিয়েছেন এই দাবিটি বিভ্রান্তিকর। প্রথমে আমরা পীরজাদা ত্বহা সিদ্দিকীর নাম একটি ফেসবুকের পেজ পাই। উত্তর ২৪ পরগনার ক্যানিংয়ে ভালিয়া গ্রামের ঈমানী জাগরণ সভা ও দোয়ার মজলিসে আমন্ত্রিত ছিলেন ত্বহা সিদ্দিকী। এখানে দুটি ভিডিও পাই এই সভার। কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য আমরা পাইনি।

এরপর গুগলে ‘ত্বহা সিদ্দিকী, মুসলিম জাগো’ এই ধরণের কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ইউটিউবের একটি ভিডিও পাই। KS Islamic TV নামের একটি চ্যানেল থেকে ক্যানিংয়ে ত্বহা সিদ্দিকীর বক্তৃতার ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটিতে মঞ্চ সাজসজ্জার সাথে ভাইরাল ভিডিওটির সাজসজ্জার মিল পাই।
একটি উল্লেখযোগ্য বিষয় তিনি বলেছন যে মানুষ অন্যের ধর্মের শ্রদ্ধা করতে পারেনা তারা নিজের ধর্মের কখনো সম্মান করে না। এরপরে তিনি বলেন হিন্দু, ক্রিস্টানরা নিজেদের প্রতিষ্ঠান তৈরী করেছে, শিক্ষা প্রদান করছে। সম্পূর্ণ ভিডিওটির ২৮ মিনিট ৪৫সেকেন্ডের মাথায় ওনাকে বলতে শোনা যায় তিনি কয়েকদিন যে রাজারহাটের একটি বিদ্যালয়ে আমন্ত্রিত ছিলেন।
সেখানে তিনি হাজার হাজার পড়ুয়াদের সাথে কথা বলেন এবং নিজের বক্তব্য রাখেন। এরপরেই তিনি মুসলিম ধর্মীয় মানুষদের উদ্দেশ্যে বলেন মুসলিমরা আপনারা নিজেদের ছেলেমেয়েদের তৈরি করুন, লড়াই যুদ্ধ করতে দেখান হিন্দুদের বিরুদ্ধে, ক্রিস্টানদের বিরুদ্ধে কিন্তু সেটি হবে শিক্ষার লড়াই। সেটি কোনো তলোয়ারের যুদ্ধ নয়, শিক্ষার। তিনি আরো বলেন এই বাংলায় সব হিন্দু মুসলিম ছেলে মেয়েরা শিক্ষায় উন্নতি করুক এবং তারপর অন্য রাজ্যের সাথেও একই ভাবে শিক্ষার লড়াই হবে। অর্থাৎ ফেসবুকের ভিডিওতে ত্বহা সিদ্দিকীর ভিডিওটিকে হিন্দুদের সাথে লড়াইয়ের কথা বলে যে দাবিটি করা হয়েছে তা বিভ্রান্তিকর।
অন্য একটি ছোট ভিডিও ইউটিউব থেকে পাই যেখানে পীরজাদা ত্বহা সিদ্দিকীকে একেই কথা অর্থাৎ হিন্দু, ক্রিস্টানদের বিরুদ্ধে মুসলিমদের শিক্ষার লড়াইয়ের কথা বলতে শোনা যাচ্ছে। এতে কোনো সাম্প্রদায়িক উস্কানি নেই।
ইউটিউবের ভিডিও ছাড়াও আমরা টুইটার থেকে সাংবাদিক তমাল সাহার ক্যানিংয়ে পীরজাদা ত্বহা সিদ্দিকীর বক্তব্যের একটি অংশের ভিডিও পাই। যেখানে তিনি হিন্দু, ক্রিস্টানদের সাথে মুসলিম ছেলেমেয়েদের লড়াইয়ে অংশগ্রহণের কথা বলেছেন। টুইটেও বলা হয়েছে ত্বহা সিদ্দিকী শিক্ষার লড়াইয়ের কথা বলছেন, তলোয়ার বা অস্ত্র নিয়ে অন্য জাতির সাথে লড়াইয়ের কোনো ইঙ্গিত দেননি।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পীরজাদা ত্বহা সিদ্দিকী হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদানের ডাক দিয়েছেন দাবিটি বিভ্রান্তিকর। ক্যানিংয়ে ওনার জনসভার ভিডিও যাচাই করার পর আমরা জানতে পারি তিনি হিন্দু ও ক্রিস্টানদের সাথে মুসলিম ছেলেমেয়েদের শিক্ষার লড়াইয়ের কথা বলেছেন।
Our Sources
YouTube video from KS Islamic TV, uploaded on 25th Jan 2023
YouTube video from MM Madina 786, uploaded on 25th Jan 2023
Twitter post from Tamal Saha 3 Feb 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
September 27, 2025
Tanujit Das
September 22, 2025
Tanujit Das
September 19, 2025