Fact Check
ভূমিকম্পের আগে তুরস্কের আকাশে কি দেখা গিয়েছিলো পাখিদের অস্বাভাবিক ব্যবহার ? জানুন এই ভাইরাল ভিডিওর আসল তথ্য
ফেসবুকে ভাইরাল দাবি ভূমিকম্পের আগে তুরস্কের আকাশে দেখা গিয়েছিলো পাখিদের অস্বাভাবিক ব্যবহার। এই দাবির সাথে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে শত শত পাখি দিশেহারা হয়ে উড়ে বেড়াচ্ছে। ভিডিওটি একটি ফ্লাইওভার থেকে তোলা হয়েছে।


বাংলাদেশের চ্যানেল ২৪ থেকে এই ভিডিওটির সম্প্রচার করা হয়েছিল। ফেসবুকে আরো অনেকেই এই ভিডিওটিকে পোস্ট করেছে তুরস্কের প্রাকৃতিক বিপর্যয়ের আভাস আগে থেকেই দিয়েছিলো পাখি এই দাবি সমেত।
Fact check / Verification
তুরস্কের প্রাকৃতিক বিপর্যয়ের আভাস আগে থেকেই দিয়েছিলো পক্ষীকূল- এই দাবি তুরস্ক সমেত যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তা সিরিয়া-তুরস্ক ভূমিকম্প সম্পর্কিত নয়।
রাতের আকাশে পাখিদের উড়তে থাকার ভিডিওটির থেকে কিফ্রেম বের করে আমাদের অনুসন্ধান শুরু করি। Yandex এ খোঁজার পর mirtsen.ru নামের একটি ওয়েবসাইট পাই যেখানে এই ভিডিওটি ২০১৭ ২৯শে জানুয়ারি আপলোড করা হয়েছিল। ভিডিওটির সাথে বলা হয়েছে ‘একটি ভীতিকর ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার কালো পাখি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি হাইওয়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।’

এই সূত্র ধরে গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজার পর DailyMail এর ২০১৮ সালের ইউটিউবের ভিডিও পাই, AP News এর ২৫শে জানুয়ারি ২০২৩এর একটি তথ্য যাচাই পাই। এই ভিডিওটি এর আগে ভাইরাল হয়েছিল ইউক্রেনের কিয়েভে পাখিদের এই ভাবে উড়তে দেখা গিয়েছে এই দাবি সমেত। এখানে বলা হয়েছে আসল ভিডিওটি ২০১৭ সালের। অর্থাৎ এই ভিডিওটি সিরিয়া-তুরস্ক ভূমিকম্পের অনেক আগের ভিডিও এবং এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের। ভিডিওটি বর্তমানে ভুল দাবি সমেত ভাইরাল হয়েছে।

এই তথ্য যাচাই থেকে ইনস্টাগ্রামের একটি লিংক পাই। ২০১৭ সালের ২০শে জানুয়ারি এই ভিডিওটি ইনস্টাগ্রামে jayelledesignlab নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল। টেক্সসাসের হুস্টন শহরের পাখিদের এই ভাবে দিশেহারা অবস্থায় উড়তে দেখা গিয়েছিলো।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভূমিকম্পের আগে তুরস্কের আকাশে দেখা গিয়েছিলো পাখিদের অস্বাভাবিক ব্যবহার এই দাবিটি ভুল। ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের আমেরিকা টেক্সসাস শহরের।
Result: False
Our Sources
YouTube video, Daily Mail 2018
Instagram image, jayelledesignlab, 20 Jan 2017
Report from mirtsen.ru 29 Jan 2017
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।