Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
১৫ জুন থেকে, ট্রেন, বাস, মেট্রো, দেশের মধ্যে বিমানেও, এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। সম্প্রতি এমনটাই নাকি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের ঘোষণার নামে প্রকাশিত প্রতিবেদনটি ভুয়ো।
মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে তুলতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সম্প্রতি একটি খবর প্রকাশ করছে। যেখানে দাবি করা হচ্ছে যে, ট্রেন, বাস, মেট্রো, দেশের মধ্যে বিমানেও, এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। সম্প্রতি এমনটাই নাকি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
প্রকাশিত খবর অনুযায়ী , প্রবীণ নাগরিকরা সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র, যেমন আধার বা ভোটার আইডি ব্যবহার করে, সেই ভ্রমণের সুবিধা পেতে পারবেন। এই উদ্যোগের লক্ষ্য হল, বয়স্ক মানুষদের মধ্যে ভ্রমণের ইচ্ছে জাগিয়ে তোলা এবং দেশব্যাপী পর্যটনকে শিল্পকে উৎসাহিত করা।

এরকম অনেক প্রতিবেদন এখানে , এখানে এবং এখানে দেখা যাবে ।
ভাইরাল দাবিটি সংক্রান্ত ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, কোনও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি।
ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত প্রতিবেদনে ‘ক্যাথেরিন জনসন’-এর নাম রয়েছে এবং একজন মহিলার ছবি রয়েছে। গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে ছবিটি আসলে একজন ব্রিটিশ ছাত্রী ফ্লোরেন্স কোলগেটের। ডেইলিমেইল এবং টাইম ডটকমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালে, ইংল্যান্ডের কেন্টের ছাত্রী আঠারো বছরের ফ্লোরেন্স কোলগেটকে “নিখুঁত মুখ” হিসেবে বর্ণনা করা হয়েছিল।

এরপর, স্ক্যাম ডিটেক্টর নামের একটি বিঅনলাইন জালিয়াতি প্রতিরোধী টুলের সাহায্যে ওয়েবসাইটের লিঙ্কটি পরীক্ষা করলে দেখা যায় যে, ১০০ এর মধ্যে ৩৬.৭ স্কোর-সহ ভাইরাল ওয়েবসাইটটিকে “বিতর্কিত” হিসাবে রেটিং দেওয়া হয়েছে।

দাবিটি আরও যাচাই করার জন্য, Newschecker পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তের সঙ্গে যোগাযোগ করি। তিনি সরাসরি প্রতিবেদনটিকে ভুয়ো বলে দাবি করেন।
এছাড়া পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও এই প্রতিবেদনটি উড়িয়ে দিয়ে বলেছেন, “এরকম কিছুই ঘটছে না।”
প্রতিবেদনে এয়ার ইন্ডিয়ার নামেরও উল্লেখ রয়েছে। আমরা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে, তা এই প্রতিবেদনের আপডেট করা হবে।
সাইবার নিরাপত্তা সংক্রান্ত গবেষক করণ সাইনি জানান যে, এই ভুয়ো ওয়েবসাইটগুলো মূলত বিজ্ঞাপন থেকে আয় করার উদ্দেশ্যে তৈরি করা হয়। পাশাপাশি, তিনি জনসাধারণকে, বিশেষ করে বয়স্ক নাগরিকদের, সতর্ক হওয়ার আহ্বান জানান।
ট্রেন, বাস, মেট্রো, দেশের মধ্যে বিমানে, এবার থেকে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। কেন্দ্রীয় সরকারের ঘোষণার নামে প্রকাশিত প্রতিবেদনটি ভুয়ো।
Sources
Report by Dailymail
Report by Time.com
Review by Scam Detector
Conformation from Diptimoy Dutta, Chief Public Relations Officer of Eastern Railway
Conformation from Snehasis Chakraborty, The transport Minister of West Bengal
With Inputs: Kushel Madhusoodan, Newschecker.com