Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
ইউক্রেনের রাষ্ট্রদূত অকসানা মাৰ্কারোভা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে জেনিভা চুক্তির নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমার (Thermobaric Bomb) ব্যবহার করেছে রাশিয়া। আর এই আবহে নিউজ ১৮ বাংলার ফেসবুকে একটি ভিডিও দেওয়া হয়েছে যা রাশিয়ার ভ্যাকুয়াম বোমা ফেলার ভিডিও যেটি সোশ্যাল মিডিয়া ভাইরাল বলে দাবি করা হয়েছে। ভ্যাকুয়াম বোমার ভিডিওটির সাথে আরো কিছু দৃশ্য রয়েছে। ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে “Ukraine-এ আরও ভয়ঙ্কর Russia ! | ভয়াবহ বিস্ফোরণ ! সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, পুতিনের দেশের বিরুদ্ধে ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ ইউক্রেনের।”
ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন মাত্র ছয়দিনের রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে(Russia-Ukraine Conflict) প্রায় ৬০০০ রাশিয়ানকে মেরে ফেলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স এর রিপোর্টে। আরও জানা গেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ান বায়ুসেনার প্যারাশুট নামে এবং সেখানে তীব্র গোলা বর্ষণ হয়। খারকিভের মেয়র জানিয়েছেন এখনো পর্যন্ত ২১জনের প্রাণ গেছে এবং প্রায় ১১২জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Fact check / Verification
ইউক্রেনের উপর রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ফেলার দাবিতে নিউজ ১৮ বাংলার তরফ থেকে যে ভিডিওটিকে সম্প্রচারিত করা হয়েছে তাদের ফেসবুকে পেজে তা রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি. কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমরা এমন কিছু ভিডিও/ছবির তথ্য যাচাই করেছে যা আদৌও এই যুদ্ধ সম্পর্কিত নয়। Invid টুলের দ্বারা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে Yandex এর খোঁজার পর আমরা Somag News এর একটি লিংক পাই এই Car Boom নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল পাই।
Somag News এর ২০২০ সালের ৮ই ফেব্রুয়ারির এই রিপোর্টে আমরা রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ছবিটি দেখতে পাই। রিপোর্ট থেকে জানতে পারি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি একটি ভিডিওতে নরকের অস্ত্র বা Weapon of Hell এর অস্ত্রর বিবরণ দিয়েছে। এর মধ্যে রয়েছে TOS-1A যেটি ২৪টি ভ্যাকুয়াম বোমা বা Thermobaric Bomb ধারণ করতে পারে এবং চল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত কিছুকে একেবারে মতো ধ্বংস করে দিতে পারে।
Car Boom নামের ইনস্টাগ্রামের এই ভিডিওটিকে আপলোড করে হয়েছিল ২০২০ সালের ২৩শে অক্টোবরে।
ইউক্রেনের উপর রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ফেলার দাবিতে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো
এছাড়া আমরা একটি ইউটুউব ভিডিও পাই যেখানে TOS-1A ছাড়াও আরও কিছু ভয়ঙ্কর অস্ত্রের মহড়ার দৃশ্য রয়েছে।বলে রাখি নিউজ ১৮ বাংলার তরফ থেকে যে ভিডিওটিকে চালানো হয়েছে তাদের ফেসবুক পেজে সেখানে আমরা রাশিয়ার নরকের অস্ত্রের মহড়ার ভিডিও পাই।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইউক্রেনের উপর রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ফেলার দাবিতে নিউজ ১৮ বাংলার তরফ থেকে যে ভিডিওটিকে সম্প্রচারিত হয়েছে তা ২০২০ সালের রাশিয়ার মারণাস্ত্রের ভিডিও।
Result: False Context
Our sources
Somag News –
https://www.somagnews.com/images-russias-weapon-hell-published/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.