শনিবার, ডিসেম্বর 28, 2024
শনিবার, ডিসেম্বর 28, 2024

HomeFact Checkমারা যাননি রেজ্জাক মোল্লা, সোশ্যাল মিডিয়াতে ওনার মৃত্যু নিয়ে ছড়ালো গুজব

মারা যাননি রেজ্জাক মোল্লা, সোশ্যাল মিডিয়াতে ওনার মৃত্যু নিয়ে ছড়ালো গুজব

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

কাল থেকে একটি সংবাদ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে তৃণমূল নেতা আব্দুর রেজ্জাক মোল্লাকে নিয়ে। খবরে বলা হচ্ছে রেজ্জাক মোল্লার জীবনাবসান ঘটেছে এবং এর ফলে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। ফেসবুকের কিছু পেজ থেকে এই খবরটি ভাইরাল হয়েছে।  

https://www.facebook.com/photo.php?fbid=138249761329228&set=gm.2783209801903747&type=3&eid=ARC1uKxaECgCLN2rkA_2k2o9yYIcJtLf_5GSHj-xejQYVJ1VVWj_fDtiJqW77TU4zrrVZOSvIdQUJRam&xts[0]=68.ARC5X33FXGhvJ03BCI3sZdX_npTPXNZdkl_E3OTs6aLEcsTs3ki3Kzv_PrpbE-j73RKP_EouyIoAn7bbmnjZ7JFqQdB30X1YWPuULQxkijNduAW2sAtnkOzWQWdOFvbM1XxaLVhLqz7GM0NkM3NY6nvKO1vG7N7dMGAaKvfqaxtU9ITvw8iX3zR_NX7LPptVgmXMbPk2L9xYGcsESwJqCn5r45dL1fh4zUSGcL5wxZzayYHG6SHZBtw7tuwyKk-7VqkKwfAWsWQoO8vT7jtlqJ-oGIWRrit94ILvcJ6jItVwfom66WDUIuVe
https://www.facebook.com/ShyampurerGorboMamata/posts/356978562382556

Fact check / Verification 

তৃণমূল নেতা আব্দুর রেজ্জাক মোল্লা জীবিত আছেন, যদিও নিজের ভুয়ো মৃত্যু সংবাদ শুনে তিনি মর্মাহত হয়েছেন। গুগলে কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর  আনন্দবাজার পত্রিকা, এই সময়, সংবাদ প্রতিদিন এর রিপোর্ট অনুযায়ী- মারা গেছেন ভাঙড়ের বামপন্থী নেতা রাজ্জাক মোল্লা, যিনি পেশায় একজন হোমিওপ্যাথিই চিকিৎসক ছিলেন এবং সিপিএম বিধায়ক ছিলেন। যদিও তিনি দল  বিরোধী কাজের জন্য দলের থেকে বহিস্কৃত হন। রিপোর্ট অনুসারে রেজ্জাক মোল্লা বলেছেন তার নামে গুজব রটেছে শুনে তিনি দুঃখ পেলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। রেজ্জাক মোল্লা ও প্রয়াত বিধায়ক রাজ্জাক মোল্লার মধ্যে নাম বিভ্রাটের জন রটেছে এই গুজব। দুই নেতাই বামপন্থার সাথে যুক্ত ছিলেন, একজন পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন এবং অন্যজনকে  দল থেকে বের করে দেওয়া হয়। 

Anandabazar patrika news screenshot
Sangbad Protidin news screenshot

  হিন্দুস্তান টাইমস বাংলাএই সময় খবর অনুসারে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে বুধবার মারা যান ভাঙড়ের সিপিএমের জনপ্রিয় নেতা ডঃ রাজ্জাক মোল্লা। ১৯৮৭ সালে সিপিএমে যোগদান করেন পেশায় হোমিওপ্যাথি ডাক্তার রাজ্জাক মোল্লা। কিন্তু তিনি দলের নিয়ম না মেনে নিজের মতাদর্শ অনুযায়ী কাজ করার জন্য দল থেকে বাদ পড়েন। 

Hindustan Times Bangla news screenshot

Conclusion 

তৃণমূলের নেতা আব্দুর রেজ্জাক মোল্লার মৃত্যুর নামে সোশ্যাল মিডিয়াতে রটেছে গুজব। আসলে মারা গেছেন ভাঙড়ের সিপিএম নেতা ডঃ রাজ্জাক মোল্লা। বয়সজনিত ও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার জন্য নিজের বাড়িতেই তিনি শেষ নিস্বাশ ত্যাগ করেন।  

Result – Misleading

Our sources

 আনন্দবাজার পত্রিকাhttps://www.anandabazar.com/state/others-razzak-s-death-in-bhangar-but-leader-abdur-razzak-molla-is-fine-1.1216310

এই সময়https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/west-bengal-minister-abdur-razzak-mollas-reaction-on-his-death-rumour/articleshow/78682251.cms

https://eisamay.indiatimes.com/west-bengal-news/others/former-cpm-mla-abdur-razzak-molla-passed-away/articleshow/78675899.cms

সংবাদ প্রতিদিনhttps://www.sangbadpratidin.in/bengal/abdur-rajjak-molla-upset-about-his-death-rumour/

 হিন্দুস্তান টাইমস বাংলাhttps://bangla.hindustantimes.com/bengal/districts/former-cpim-mla-and-leader-dr-abdur-razzak-molla-passes-away-31602730209219.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular