Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার লোকের ভিড়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কমরেড মানিক সরকার। ছবিটি পোস্ট করে লেখা হয়েছে হাল ফেরাতে কি দরকার তা দেখালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
একই ছবি শেয়ার করছে CPI(M) West Bengal তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে।
তৃণমূল বাংলার গদি পাওয়ার পর ত্রিপুরার দিকে নিশানা সেধেছে। যদিও ত্রিপুরার ভোটকে অনেক আগে থেকেই পাখির চোখ করে এগোচ্ছে সেখান কার বামদল। ত্রিপুরার বর্তমান বিজেপি সরকারকে কোন ঠাসা করার জন্য নিজেরদের শক্তি সঞ্চয় করা শুরু করেছে সিপিআইএম ও তৃণমূল। সংবাদমাধ্যমের দ্বারা উঠে আসছে তৃণমূলের ত্রিপুরা অভিযানের ছবি, বামেদের বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার ছবি। আর এই আবহে ভাইরাল হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ছবি।
ছবিটিকে রিভার্স ইমেজ করার পর আমরা CPI(M) এর টুইটার পোস্ট ও News 18 Hindi র পোস্ট পাই যেগুলো ২০১৮ সালের।
ছবিটিকে রিভার্স ইমেজ করার পর আমরা CPI(M) এর টুইটার পোস্ট ও News 18 Hindi র পোস্ট পাই যেগুলো ২০১৮ সালের। ২০১৮ সালের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচন হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারে সামিল হন, এই ছবি তখন তোলা হয়েছিল।
CPI(M) এর টুইটে আমরা দুটি ছবি পাই। এটি ২০১৮ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনে মানিক সরকারের নিজের নাম জমা দেওয়ার এবং অন্যটি হাজারো কমিউনিস্ট সমর্থকদের ভিড়কে পাশে নিয়ে আগে এগিয়ে যাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি ছবি ভাইরাল হয়েছিল। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি ২০১৮ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ছবি যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
News 18 Hindi https://hindi.news18.com/photogallery/nation/assembly-elections-in-north-eastern-states-1270000.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
July 12, 2025
Tanujit Das
July 7, 2025
Tanujit Das
June 24, 2025