Fact Check
Fact Check: খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা? জানুন সত্যতা
Claim: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিভি চ্যানেলে সাক্ষাৎকারের জন্য তার হাত থেকে মামলা সরানো হলো
Fact: শুধু সাক্ষাৎকারের জন্য নয়, বিচারপতি অভিজিৎ বিচারাধীন মামলা নিয়ে খবরের চ্যানেলে নিজের মতামত ব্যক্ত করেছিলেন তাই মামলা সরানো হয়েছে
ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থেকে কিছু মামলা সরিয়ে নেওয়ার পর ভাইরাল দাবি খবরের চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান ডি ওয়াই চন্দ্রচূড় India Today Concelev এ সাক্ষাৎকার দিলেন ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না।


গতকাল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গতকাল নির্দেশ দিয়েছেন জাস্টিস অভিজিতের এজলাস থেকে নিয়োগ দুর্নীতিতে রমেশ মালিক ও সৌমেন নন্দীর করা মামলা ও কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত যেখানে বার বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল সেই মামলা দুটি সরানোর নির্দেশ পেয়েছেন কোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম।
Fact check/ Verification
খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা এই দাবিটি বিভ্রান্তিকর কারণ বিচারপতি অভিজিৎ এই সাক্ষাৎকারে শুনানি চলতে থাকা শিক্ষক নিয়োগ মামলা নিয়ে কিছু মতামত দিয়েছিলেন। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ।
কয়েকমাস আগে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি সংবাদ চ্যানেল এবিপি আনন্দে সাংবাদিক সুমনকে সাক্ষাৎকার দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই সাক্ষাৎকারে বিচারপতি ‘ স্কুলে নিয়োগে মুড়িমুড়কির মতো দুর্নীতি হয়েছে’ ‘এতো দুর্নীতি জীবনেও কল্পনা করতে পারি না’ এই জাতীয় মন্তব্য করেছিলেন। জানিয়ে রাখি এই সময় নিয়োগ সংক্রান্ত যাবতীয় মামলা তিনি পর্যবেক্ষণ করছিলেন। ছাড়াও তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের ‘ঢিলেঢালা’ তদন্তের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে সরানো পর জানান ‘ যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে, তাদের সকলের চাকরি যাবে।ধরতে পারলেই চাকরি যাবে’ .সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতে তিনি সংবাদ মাধ্যমে বিচারাধীন একটি মামলা নিয়ে কথা বলেছেন, তাই ওনার এজলাস থেকে দুটি মামলা সরানো হয়েছে।
Bar & Bench এর রিপোর্ট ও টুইটে স্পষ্ট বলা হয়েছে সংবাদ পরিবেশনের চ্যানেলে চলতে থাকা মামলা নিয়ে মতামত ব্যক্তি করেছেন তাই তার হাত থেকে কিচু মামলা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ওই সময় চ্যানেলটিকে কি কি বলেছিলেন নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে তার অনুবাদ ভিডিও পেশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত খবরের চ্যানেলে সাক্ষাৎকারের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হলো মামলা এই দাবিটি বিভ্রান্তিকর।শুধু মাত্র সাক্ষাৎকারের জন্য নয়, নিয়োগসংক্রান্ত বিচারাধীন মামলা নিয়ে তার মন্তব্যের জন্যই এই নির্দেশ।
Result: Partly False
Our Sources
Anandabazar Patrika report published on 28 April 2023
Bar & Bench tweet & report
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।