শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact Checkসুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম? ফেসবুকে ছড়ালো ভুল দাবি 

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম? ফেসবুকে ছড়ালো ভুল দাবি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে সম্প্রতি একটি ছবি পোস্ট করে বলা হয়েছে এটি জলের তলায় টেনিস খেলার স্টেডিয়ামের ভাইরাল ছবি, সাথে লেখা– সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম।

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম image 1
Courtesy: Facebook

একই ছবি শেয়ার করে কোথাও আবার দাবি করা হয়েছে ‘পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার 

টেনিস স্টেডিয়াম, দুবাই’ 

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম image 2
Courtesy: Facebook/raselmahammadislam

Fact check/ Verification

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম তৈরি হয়েছে এই দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা প্রথমে ছবিটির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা Condé Nast Traveller এর ২০১৫ সালের প্রতিবেদন পাই। 

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম image 3
Courtesy: Condé Nast Traveller

২৯শে নভেম্বর ২০১৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের জন্য দুবাইয়ে সাগরের নিচে একটি অভিনব টেনিস কোর্টের ডিজাইন করা হয়েছে। পোল্যান্ডের স্থাপত্যশিল্পী Krysztof Kotala পারস্য উপসাগরের মাঝে ,বুর্জ আল-আরব ও প্লাম জুমেরিয়া দ্বীপের মাঝখানে পৃথিবীর প্রথম সাগরের তলায় টেনিস কোর্টের কল্পনা করেছে।

২০১৫ সালের ১৮ই মে Hindustan Times এর রিপোর্টেও আমরা এই খবর পাই। যদিও এখানে বলা হয়েছে দুবাই হয়তো পৃথিবীর প্রথম সমুদ্রের তলায় টেনিস কোর্ট পেতে চলেছে। এখানে বলা হয়েছে যখন কোতালাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন দুবাইকেই বেছে নিলেন সমুদ্রের হইছে টেনিস কোর্ট বানানোর স্থান রূপে, তিনি জানান দুবাইতে টেনিস খেলার একটি ঐতিহ্য রয়েছে যা আজও অক্ষুন্ন। সেই ঐতিহ্যকে মাথায় রেখে পোল্যান্ডের স্থাপত্যশিল্পী এই নকশাটি বানিয়েছিলেন। অর্থাৎ সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম তৈরি হয়েছে দাবিটি ভুল,ডিজাইনটি করা হয়েছিল তা দুবাইয়ের জন্য। 

হিন্দুস্থান টাইমসের রিপোর্ট বাদে আমরা Arabian Business এর ৬ই জানুয়ারি ২০১৫ সালের রিপোর্ট পাই। আরোবিয়ান বিজনেসের কাছে কোতালা জানিয়েছেন এই ডিজাইন সামনে আসার পর তিনি তেমন ভাবে কোনো উদ্যোগপতির খোঁজ পাননি যিনি এতে বিনিয়োগ করবেন। ২০১৫ সালের পর আমরা এমন কোনো রিপোর্ট পাইনি যেখানে বলা হয়েছে এই স্টেডিয়ামটি তৈরী হয়ে গিয়েছে। 

সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম image 4
Courtesy: Arabian Business

 ২০১৫ সালের রিপোর্ট পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে দুবাইতে সমুদ্রের নিচে টেনিস স্টেডিয়ামের পরিকল্পনা করা হলেও সেটি এখনো তৈরী হয়নি।

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি সুইৎজারল্যান্ডে তৈরী হয়েছে পৃথিবীর প্রথম আন্ডারওয়াটার টেনিস স্টেডিয়াম আসলে ভুল। এটি পরিকল্পনা হয়েছিল দুবাইয়ের জন্য।

Result: False 

Our Sources

Story from Condé Nast Traveller, published on 29 Nov 2015
Report from Hindustan Times, published on 18 May 2015
Report from Arabian Business, published on 6 Jan 2015


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular