Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ফেসবুকে ভাইরাল ভিডিও নিয়ে দাবি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি প্রথম দিন জো বাইডেন হোয়াইট হাউসে হিন্দু বৈদিক মন্ত্র পাঠের সাথে প্রবেশ করলেন। তিনি স্বীকার করেছেন পৃথিবীর একমাত্র শান্তির ও পবিত্র ধর্ম হলো সনাতন ধর্ম। ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল রঙের কুঁচি দেওয়ায় মঞ্চে দাঁড়িয়ে দুই ব্যক্তি হিন্দু মন্ত্র পাঠ করছেন এবং উল্টোদিকে শ্রোতারা দাঁড়িয়ে হাত জোর করে মনোনিবেশ করেছে মন্ত্রোচ্চারণের দিকে।
মন্ত্রোচ্চারণের সাথে জো বাইডেন প্রথমবার হোয়াইট হাউসে প্রবেশ করেছেন – এই দাবি নিয়ে ভাইরাল ভিডিওটি ২০১৪ সাল থেকেই ইউটুবে রয়েছে। বাইডেনের হোয়াইট হাউসে প্রবেশ করার সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই। প্ৰথমতঃ ভিডিওটিতে জায়গাটিকে যে ভাবে সাজানো হয়েছে তা হোয়াইট হাউসে রাষ্ট্রপতির প্রথম দিনে স্বাগত জানানোর মতো নয়, এবং এখানে জো বাইডেন কে দেখা যাচ্ছে না। Invid টুলের দ্বারা কিফ্রেমে ভিডিওটিকে ভাগ করে নিয়ে গুগল খোঁজার পর ফেসবুকের লিংক পাই। Vidhiwat নামের একটি ফেসবুকের পেজ থেকে এই একই ভিডিওই আমরা পাই এবং ভিডিওটিকে পেজে দেওয়া হয়েছে ২০১৭ সালে। ক্যাপশনে লেখা The Erhard boys chanting Rudram at the Hindu-American Seva Communities Conference – the White House.
ক্যাপশনের থেকে কীওয়ার্ড নিয়ে ইউটুবে খোঁজার পরেই আসল ভিডিওটি আমরা পাই যা ইউটুবে ছয় বছর আগে অর্থাৎ ২০১৪ সালের থেকেই রয়েছে। জেফরি এরহার্ড এবং রবি এরহার্ড হোয়াইট হাউসে হিন্দু-মার্কিন সেবা কম্যুনিটির সম্মেলনে রুদ্র মন্ত্র পথ করেছিল। ইউটুব ছাড়াও Dailymotion ও এই ভিডিওর উল্লেখ করা হয়েছে।
অপ্রাসঙ্গিক ও পুরোনো ভিডিও আমেরিকার নব নির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের নামের সাথে জুড়ে ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে। ২০১৪ সালের এরহার্ডদের দ্বারা হিন্দু-মার্কিন সেবা কম্যুনিটির সভায় রুদ্র মন্ত্রপাঠের ভিডিওটি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
Dailymotion – https://www.dailymotion.com/video/x2y79fx
YouTube video – https://www.youtube.com/watch?v=EbcFPofUO5k
Facebook post – https://fb.watch/21NEdNO4_q/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Paromita Das
December 7, 2020
Paromita Das
December 15, 2020