সোশ্যাল মিডিয়াতে আমেরিকার নব নির্বাচিত উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসের একটি টুইটের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। টুইটের ছবিতে দেখা যাচ্ছে তিনি নতুন কৃষি বিলের বিরোধী কৃষকদের নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। তার মতে নতুন কৃষি বিল ভারতীয় কৃষকদের জীবনে দুরাবস্থার সূচনা করেছে। জলকামান ব্যবহার করার বদলে ভারত সরকারের উচিত সরাসরি তাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করা।

Fact check / Verification
মার্কিন উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিস ভারতের কৃষি বিল বা ঐ বিলের বিরোধিতা করা কৃষকদের নিয়ে কোনো টুইট করেননি। ভাইরাল ছবিটি তে ২৮শে নভেম্বরের তারিখ দেওয়া রয়েছে। কিন্তু কমলার অফিসিয়াল টুইটার প্রোফাইলে গিয়ে ২৮শে নভেম্বরে কি কি তিনি করেছেন তাই পাই কিন্তু ভাইরাল এই টুইটি খুঁজে পাইনি। জো বাইডেন, আমেরিকার ক্ষুদ্র ব্যবসা নিয়ে কিছু টুইট কমলা করেছেন, কিন্তু ভারতের কৃষক আমদলকে কেন্দ্র করে কোনো টুইট তার টুইটার পেজ থেকে পাইনি। অর্থাৎ এই টুইটি জালি।
কানাডার সাংসদ জ্যাক হ্যারিসের টুইটার থেকে এই টুইটি পাই যেখানে ২৮শে নভেম্বরে তিনি ভারতের কৃষকদের নতুন কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদের কথা উল্লেখ করে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। তিনি যে টুইটি করেছেন আর কমলা হারিসের নামে ভাইরাল টুইট দুটিই একই। অর্থাৎ জ্যাক হ্যারিসের টুইটটি আমেরিকার উপ রাষ্ট্রপতির নামে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে।
Conclusion
মার্কিন উপ রাষ্ট্রপতি কমলা হ্যারিসের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো কানাডার সাংসদ জ্যাক হ্যারিসের টুইট। ভারতের কেন্দ্র সরকারের প্রণয়ন করা নতুন কৃষি বিলের বিপরীতে আন্দোলন চালানো কৃষকদের নিয়ে টুইট করেন জ্যাক।
Result – Fabricated content
Our source
Jack Harris official tweet – https://twitter.com/JackHarrisNDP/status/1332402743181504514
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।