বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact CheckFact Check: গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিও নয়...

Fact Check: গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিও নয় এটি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim:ভাদোদরাতে যারা রামনবমী মিছিলকে কেন্দ্র করে পাথর ছুড়ে ছিল, তাদের গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ
Fact: দাবিটি সত্যি নয়, ভিডিওটি হায়দ্রাবাদের যা এখন সোশ্যাল মিডিয়াতে গুজরাটের রামনবমী ঘটনার দাবিতে ছড়িয়েছে 

টুইটারে রামনবমী উপলক্ষে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কয়েকজন যুবককে প্রায় ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে। ভিডিওটিকে টুইট করে দাবি করা হয়েছে গুজরাটের ভাদোদরায় যারা রামনবমী মিছিলে পাথর ছুঁড়ে ছিল পুলিশ তাদের আটক করেছে। 

Fact check / Verification 

গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিও নয় এটি।  ভিডিওটি তেলেঙ্গানার। 

ভাইরাল ভিডিওটিকে আমরা প্রথমে InVid টুলের মাধ্যমে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। কিন্তু আশানুরূপ ফল পাইনি। 

ভাইরাল ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করার সময় ৩৯সেকেন্ডের মাথায় কয়েকজন পুলিশ মিলে একটি যুবককে গাড়ির তোলার সময় গাড়ির নম্বর প্লেটটি আমাদের চোখে পরে। পুলিশের গাড়ির নম্বরটি শুরু হয়েছে TS দিয়ে, এবং গুজরাটে সাধারণত গাড়ির নম্বর GJ দিয়ে শুরু হয়। 

গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার  image 1

গুগলে খোঁজার পর জানতে পারি ২০১৪ সাল থেকে তেলেঙ্গানা পরিবহন দপ্তর TS দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন শুরু করে। ২০১৪ সালের জুন মাস থেকে তেলেঙ্গানা পৃথক রাজ্য হওয়ার পর রাজ্যসরকার TG র বদলে TS শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন। 

এই সূত্র ধরে গুগলে ‘Telengana Police Youth Arrest’ এই জাতীয় কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর Siasat Dailyর ২৫শে অগাস্ট ২০২২ সালের ইউটুউব ভিডিও পাই। জানিয়ে রাখি ভাইরাল ভিডিওতে একটি বাড়ি দেখা যাচ্ছে, যেখানে পুলিশ দরজায় প্রায় লাথি মেরে দরজা খোলার পর বাড়ির অন্দরমহলের ৩-৪জন কম বয়েসী যুবককে ধরে নিয়ে যায়। ইউটুউব ভিডিওটিতে একই বাড়ি আমরা দেখি। সিয়াসাতের সাংবাদিক বাড়ির মহিলাকে জিজ্ঞেস করে কি ঘটনা ঘটেছে। মহিলা জানান আচমকা পুলিশ বাড়ির দরজায় বলপ্রয়োগ করতে থাকে, ওনারা দরজা খোলার পর বাড়ির ভেতর থেকে ওনার ছেলেদের ধরে নিয়ে যায় পুলিশ। হায়দ্রাবাদের আয়েশা টকিজের কাছে শালিবান্ডের ঘটনা এটি। 

অর্থাৎ এই ভিডিওটি ২০২২ সালের হায়দ্রাবাদের ঘটনা। 

গত বছর হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক টি রাজা সিংহ একটি ভরা সভায় নবী মহাম্মদকে নিয়ে কটূক্তি করে। ওনার এই মন্তব্যের ভিডিওটি ইরাল হতেই হায়দ্রাবাদের ছড়িয়ে পরে বিক্ষোভের আগুন। জায়গায় জায়গায় মুসলিম ধর্মের মানুষ ওনার এই মন্তব্যের নিন্দা করে। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করার পর পুলিশ লাঠি চার্জ করে গন্ডগোল নিয়ন্ত্রণে আনে। 

India TV ২৫শে অগাস্ট ২০২২ এর রিপোর্ট অনুসারে, টি রাজার এহেন মন্তব্যের জেরে ওনাকে তেলেঙ্গানা ভিপি থেকে তৎক্ষণাৎ বহিস্কার করা হয়। পুলিশ ওনাকে গ্রেপ্তার করলেও একই দিনে তিনি আবার ছাড়া পেয়ে যান। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে গুজরাটের ভাদোদরাতে রামনবমী মিছিলে পাথর মারার অপরাধীদের গ্রেপ্তারের ভিডিওর নামে হায়দ্রাবাদের ২০২২ সালের ভিডিও ছড়িয়েছে। গতবছর হজরত মহাম্মদকে নিয়ে নক্কারজনক মন্তব্য করার পর হায়দ্রাবাদে বিক্ষোভ শুরু হয়। এই ভিডিওটি সেই সময়ের। 

Result: False

Our Sources 
Siasat YouTube video of 25 August 2022
India TV report published on 25 August 2022
ANI tweet from  25 Aug 2022


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular