Claim
মহারাষ্ট্রের একটি স্কুল ছাত্রীকে লাভ জিহাদের (Love Jihad) ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে, ওই ছাত্রীর গলা কেটে খুনের চেষ্টা করছে একটি মুসলিম যুবক।

Fact
ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২২ জুলাই, Aaj Tak-এর ওয়েবসাইটে একই ভিডিয়ো-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা জেলায় বাসাপ্পা পেট এলাকায় ঘটেছিল। অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে, এক স্কুল ছাত্রীকে গলা কেটে খুনের চেষ্টা করেছিল এক যুবক। অভিযুক্তের নাম আরিয়ান বাঘমালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, Tarun Bharat নামের একটি মারাঠি সংবাদমাধ্যমে, ২২ জুলাই খবরটি প্রকাশিত হয়েছিল। সেখানেও একই ভিডিয়ো ছিল এবং অন্যান্য তথ্যের সঙ্গে, অভিযুক্তের নাম লেখা হয়েছিল আরিয়ান বাঘমালে।
Hindustan Times-এ প্রকাশিত খবরেও একই তথ্য ছিল।
এরপর Newschecker-এর তরফে শাহুপুর পুলিশ স্টেশনের ইন্সপেক্টর এস. জি. মাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের জানান যে, ওই ঘটনায় কোনও সাম্প্রদায়িক যোগ নেই এবং অভিযুক্তের নাম আরিয়ান বাঘমালে।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো। লাভ জিহাদের (Love Jihad) নামে মহারাষ্টের ভাইরাল ভিডিয়োটিতে কোনও সাম্প্রদায়িক যোগ নেই।
Sources
Media Report-Aajtak
Media Report- Tarun Bharat
Media report- Hindustan Times
Telephonic Conversation with SHO Shahupuri PS