Claim
বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে খুন করল মুসলিমরা।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Light for life For people নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “Gen Z, Nepal cop (Dsp) was killed in mop”। যার থেকে জানা যায়, ভিডিয়োটি নেপালের সাম্প্রতিক জেন জি আন্দোলনের এবং দৃশ্যটি নেপাল পুলিশের এক কর্মীকে খুনের।
আরও সার্চ করলে দেখা যায়, ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, ABP LIVE ও ABP Ganga– এর ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো প্রতিবেদন পোস্ট করা হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, নেপালের জেন জি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ওই পুলিশ কর্মী। এরপর, আন্দোলনকারীরা তাকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে।
ফলে এখন এটা স্পষ্ট যে, বাংলাদেশে হিন্দু যুবককে হত্যার নামে ভাইরাল হয়েছে নেপালে জেন জি আন্দোলনের ভিডিয়ো।
FAQ
প্রশ্ন ১: ভাইরাল ভিডিওটি কোথায় ঘটেছিল?
উত্তর: ভিডিওটি নেপালের জেন জি আন্দোলনের সময়কার; এটি বাংলাদেশের নয়।
প্রশ্ন ২: ভিডিওতে দেখা ব্যক্তিটি কে ছিলেন?
উত্তর: তিনি নেপাল পুলিশের উচ্চ পদমর্যাদার এক কর্মী, যিনি আন্দোলনের সময় নিহত হন।
প্রশ্ন ৩: ভিডিওটি কেন বাংলাদেশে হিন্দু যুবক হত্যার দাবি নিয়ে ভাইরাল হলো?
উত্তর: বিভ্রান্তিকর পোস্টে ভিডিওটির প্রেক্ষাপট বিকৃত করে ধর্মীয় বিদ্বেষমূলক দাবি ছড়ানো হয়েছে।
প্রশ্ন ৪: কোন সূত্রে প্রমাণ পাওয়া গেছে যে এটি নেপালের ঘটনা?
উত্তর: ভিডিওটি Light for Life For People ইউটিউব চ্যানেল এবং ABP Live–এর প্রতিবেদনে নেপালের জেন জি আন্দোলনের ঘটনা হিসেবে শনাক্ত করা হয়েছে।