বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact CheckFact Check: সিনেমার দৃশ্য রামকৃষ্ণ দেব ও বিদ্যাসাগরের সাক্ষাতের দুর্লভ মুহূর্তের নামে...

Fact Check: সিনেমার দৃশ্য রামকৃষ্ণ দেব ও বিদ্যাসাগরের সাক্ষাতের দুর্লভ মুহূর্তের নামে ছড়ালো 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim

সম্প্রতি ফেসবুকে রামকৃষ্ণ দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি সাদা কালো ছবিকে ঘিরে দাবি – ১৮৮২ সালে রামকৃষ্ণ পরমহংস বিদ্যাসাগরের বাড়ি যান সাক্ষাৎ করেন, তারই একটি বিরল ছবি। 

রামকৃষ্ণ পরমহংস image 1
Courtesy: Facebook/SamirRuidas

Fact

রামকৃষ্ণ পরমহংস দেব ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছবিটিকে বিরল ছবি বলে দাবি করা হচ্ছে তা আসলে সিনেমার একটি দৃশ্যের ছবি। 

একই ছবি আমরা ফেসবুকে খুঁজে পাই যা ২০১৮ সালেও পোস্ট করা হয়েছিল এবং বলা হয়েছে এটি একটি চলচ্চিত্রের দৃশ্য। 

গুগলে রামকৃষ্ণ দেব ও বিদ্যাসাগর কথাটি লিখে খোঁজার সময় আমরা শ্রী রামকৃষ্ণ কথা নামের একটি ফেসবুকের পোস্ট পাই যেখানে সাদাকালো সিনেমা আপলোড করা হয়েছে যার শেষ ভাগে রয়েছে রামকৃষ্ণ দেবের সাথে বিদ্যাসাগরের সাক্ষাতের দৃশ্যটি। 

ইউটিউব থেকেও আমরা চলচ্চিত্রটি  পাই। ১৯৫০ সালে বর্ষীয়ান অভিনেতা পাহাড়ি সান্যালের অভিনীত ‘বিদ্যাসাগর’ সিনেমাটি মুক্তি পায় যেখানে রামকৃষ্ণের ভূমিকায় ছিলেন গুরুদাস ব্যানার্জী। অর্থাৎ এটি কোনো দুর্লভ বা বিরল ছবি নয়, বিদ্যাসাগর সিনেমার একটি দৃশ্য। 

রামকৃষ্ণ পরমহংস image 2
Screenshot taken from YouTiube

Result: False

Sources
YouTuve Video


Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular