এই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পোস্ট যেমন বাংলাদেশের রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদের মিছিলের ভিডিও মিথ্যে দাবি নিয়ে শেয়ার সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া, তেমনি ভারতের প্রধানমন্ত্রী মোদির রাজহাঁসের সাথে পুরোনো ছবি এখন নতুন করে নতুন ভাবে ভাইরাল হচ্ছে। ফেসবুকের আঁখি দাসের নাম ফের জোড়ালো ভুয়ো দাবির সাথে অন্যদিকে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন পাংখুড়ি পাঠক মালদার রাস্তার ছবি উত্তর প্রদেশের টুইটার প্রোফাইল থেকে আপলোড করেছেন। এরকমই গুরুত্বপূর্ণ, ভাইরাল ও সপ্তাহের সেরা ৫টি ফ্যাক্ট-চেক আর্টিকেল পড়ুন মাত্র ৫ মিনিটে।

রাজহাঁসের সাথে পুরোনো ছবি ফের ভাইরাল হলো
২০১০ সালে রাজহাঁসের সাথে মোদির ছবি ভুল দাবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। দাবি করা হয়েছে নরেন্দ্র মোদী ময়ূরের সাথে ছবি তোলার পর এবার আবার রাজহাঁসের সাথে ছবি তুললেন। রাজহাঁসের সাথে মোদির ছবি এখনকার নয়, ২০১০ সালের, যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

ভুল দাবি নিয়ে ভাইরাল বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্ৰতিবাদী মিছিল
ফেসবুকে বাংলাদেশে থাকতে গেলে হিন্দুদের মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে বলে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তা আসলে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ঢাকার মায়ানমার দূতাবাস ঘেরাও ও মায়ানমারে নজিরবিহীন রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদ মিছিলের ভিডিও।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

ফেসবুকের আঁখিদাস তেরেঙ্গার রঙের কেক কাটেননি ভুল দাবি ছড়াচ্ছে আঁখি দাসের বিরুদ্ধে
ফেসবুকের ভারতীয় পাবলিক পলিসির দ্বায়িত্বে থাকা আঁখি দাসকে নিয়ে দাবি করা হয়েছে তিনি ভারতের পতাকার রঙের কেক কেটেছেন। এই দাবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও ছবিটিতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি বেলারুশের ভারতীয় দূতাবাসের প্রধান রাষ্ট্রদূত সঙ্গীতা বাহাদুর। তিনিই ৭৪তম স্বাধীনতা দিবসে তেরঙ্গা কেক কেটেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

গণেশপুজোর পুরোনো ভিডিও ভুল দাবি নিয়ে পুনরায় ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের গনেশ চতুর্থী উজ্জাপনের দাবি করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সাল থেকেই সোশ্যাল মিডিয়া ও ইউটুবে রয়েছে। গণেশপুজোর ভিডিওটি গালওয়ান উপত্যকায় নয়, shingo river vally তে পালন করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

পশ্চিমবঙ্গের রাস্তার ছবি উত্তরপ্রদেশের নাম দিয়ে টুইটারে দিলেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন
উত্তরপ্রদেশের রাস্তার নাম করে যে ছবিটি শেয়ার হয়েছে তা আসলে পশ্চিমবাংলার। এই ছবির বাকি ছবিগুলো পাওয়ার পর রাস্তার থেকে অদূরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ব্যানার, ঢাকা১৮ .কমের দাবি অনুযায়ী রাস্তার এই বৃহৎ গর্তের মধ্যে বসে ছবি গুলো বাংলার।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।