ফেসবুকে বর্তমানে ভাইরাল হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পুরোনো ছবি, বিজেপি দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে ভাইরাল হওয়া ছবি, গুজরাটে গণেশ পুজো নিয়ে ভাইরাল হওয়া পোস্টের সত্যতা জানুন আমাদের আজকের weekly wrap এ।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি ছবি ভাইরাল হয়েছিল। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি ২০১৮ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ছবি যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেকদিন ২টি করে কলেজ স্থাপন করেছে ? এই দাবির উপর আমাদের সমীক্ষা সম্পর্কে জানুন
২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেকদিন ২টি করে কলেজ স্থাপন করেছে এই তথ্যের অনুসন্ধান করার সময় আমরা জানতে পারি এই দাবিটি বিভ্রান্তিকর কারণ ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত যে কয়টি কলেজ স্থাপিত হয়েছে তাদের মধ্যে বেশির ভাগ বেসরকারি।

অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু, শুধু নীতিন গড়কড়ির সাথেই দেখা করে ফিরতে হলো?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ পেলেন না শুভেন্দু অধিকারী, ওনার বদলে নীতিন গড়কড়ির সাথে সাক্ষাৎ করে দিল্লি থেকে ফিরতে হলো, এই দাবিটি অর্ধ-সত্যি। ৯ই সেপ্টেম্বর অমিত শাহের সাথে দেখা করেন শুভেন্দু।

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি ছবি ভাইরাল হয়েছিল। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ছবিটি ২০১৮ সালের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ছবি যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

গুজরাটে মুসলিম সম্প্রদায় ধুমধাম করে গনেশ চতুর্থী পালন করেছে?
ফেসবুকে ভাইরাল গুজরাটে মুসলিম সম্প্রদায় ধুমধাম করে গনেশ চতুর্থী পালন করেছে দাবির ভিডিওটি আসলে ২০১৩ সালের। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ভাইরাল ভিডিওটির সাথে বলা হয়েছে যে এই পূর্বপুরুষ হিন্দু ছিল বলে নিজে মুসলিম হয়েও এরা প্রত্যেকে গণেশের পুজোয় মেতে উঠেছে এই দাবিটিও মিথ্যে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।