Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সড়ক ২ ট্রেলার বের হওয়ার পর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে এই সিনেমার পরিচালক মহেশ ভট্টকে বেশ উত্তেজিত এবং রাগী অবস্থায় দেখা যাচ্ছে। ভাইরাল এই ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে একটি প্রেস কনফারেন্সের মঞ্চে সাংবাদিকদের ছুঁড়ে দেওয়া প্রশ্নে ভট্ট উত্তেজিত হয়ে গিয়েছেন। দাবি করা হয়েছে সড়ক ২ কে জনতা অপছন্দ করার জন্যই উনি রেগে গেছিলেন।
মহেশ ভট্টের সাংবাদিকদের উদ্দেশ্যে রেগে গিয়ে চেঁচানোর ভিডিওটি এখনকার নয় এবং না সড়ক ২ সিনেমার সাথে সম্পর্কিত।
ভিডিওটি আমার Yandex টুলের দ্বারা সার্চ করার পর জানতে পারি ২০১৯ সালে মহেশ ভট্টের মেয়ের একটি বইয়ের প্রেস কনফারেন্সের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি নিয়ে ভাইরাল হচ্ছে।

কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর জানতে পারি ২০১৯ সালের ১০ই ডিসেম্বরে প্রকাশিত Hindustan Times এর একটি রিপোর্ট ও Economics Times এর একটি ভিডিও পাই ইউটুব থেকে। জানা যায় যে মহেশের কন্যা শাহীন ভট্টের গত বছর একটি বই প্রকাশিত হয় নাম যার (UN) Happier . এই বইয়ের প্রেস কনফারেন্সে সাংবাদিকদের তরফ থেকে আসা কিছু প্রশ্ন শুনে ক্ষেপে যান মহেশ। উত্তেজিত হয়ে প্রশ্নকর্তাদের দিকে ছুঁড়ে দিতে থাকেন একের পর এক জবাব। এই ভিডিওটিকে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সড়ক ২ এর ট্রেলারের ব্যর্থ্যতার সাথে জুড়ে ভাইরাল হচ্ছে।

Viral Bhayani নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমরা সম্পূর্ণ ভিডিওটি পাই।
এখানে সড়ক ২ সিনেমাটির ট্রেলার দেখা যেতে পারে। আমরা জানতে পাই ১২ মিলিয়ন লোকে এই ট্রেলারটিকে অপছন্দ করেছে।
সড়ক ২ সিনেমা দর্শকরা অপছন্দ করার জন্য মহেশ ভট্ট মেজাজ হারিয়ে রেগে যান সাংবাদিকদের উপর- এই নাম দিয়ে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে তা আসলে ২০১৯ সালের ভিডিও যেখানে মহেশ ভট্ট তার মেয়ে শাহীন ভট্টের বইয়ের প্রকাশের প্রেস কনফারেন্সের ভিডিও।
Economic Times video – https://www.youtube.com/watch?v=wHVsSmjbsgE&feature=emb_title
Hindustan Times news – https://www.hindustantimes.com/bollywood/alia-bhatt-tries-to-calm-down-dad-mahesh-as-he-loses-cool-at-daughter-s-book-launch-watch-video/story-Nk6MEpkNB9uMKEsB1kVEfP.html
Viral Bhayani instagram video – https://www.instagram.com/p/B5xE_HsnkUK/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।