Claim
বিমানের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার দেওয়া গীতা পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Fact
বিমানে ভ্লাদিমির পুতিনের ভগবদ গীতা পাঠের ভাইরাল ছবিটির রিভার্স সার্চ করলে, সেই দাবির পক্ষে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। ছবিটি ভালো করে দেখলে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। উদাহরণস্বরূপ, পুতিনের সামনে বসে থাকা ব্যক্তিদের মুখ ঝাপসা দেখাচ্ছে। ছবিটির অতিরিক্ত স্বচ্ছতা দেখে সন্দেহ হয় যে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হতে পারে।
তদন্তের জন্য ছবিটি AI শনাক্তকরণ টুল Hive Moderation- এ পরীক্ষা করা হয়। যা জানায় যে, পুতিনের ছবিটি ৯৯.৯ শতাংশ AI দ্বারা তৈরি।

সাইটইঞ্জিন পরীক্ষাতেও জানা গিয়েছে যে এই ছবিটি ৯৯ শতাংশ এআই দ্বারা তৈরি।

ভগবদ গীতা পাঠের এই ছবিটি সম্পর্কে আরও তথ্যের জন্য, ট্রাস্টেড ইনফরমেশন অ্যালায়েন্সের ডিপফেক অ্যানালাইসিস ইউনিট (DAU)-এর সাথে যোগাযোগ করা হয়। নিউজচেকারও যার একটি গুরুত্বপূর্ণ সদস্য। Image Whisperer এবং AIorNot-এর দ্বারা ছবিটি পরীক্ষা করে জানা যায় যে সেটি মূলত AI ব্যবহার করে তৈরি করা হয়েছে।


আমাদের তদন্তে পাওয়া প্রমাণ থেকে স্পষ্ট হয়েছে যে, ভ্লাদিমির পুতিনের বিমানে ভগবদ গীতা পাঠের এই ভাইরাল ছবিটি এআই ব্যবহার করে তৈরি।
FAQ
1. পুতিন কি সত্যিই বিমানে গীতা পড়েছিলেন?
না। ভাইরাল ছবিটি AI-এ তৈরি, বাস্তব ঘটনা নয়।
2. ছবিটি প্রথম কোথায় পাওয়া গেছে?
রিভার্স সার্চে কোনো বিশ্বাসযোগ্য মিডিয়া রিপোর্ট বা অফিসিয়াল সূত্র মেলেনি—যা ছবিটির ভুয়ো হওয়ার প্রমাণ শক্তিশালী করে।
3. কীভাবে জানা গেল ছবিটি ভুয়ো?
Hive Moderation, SiteEngine, Image Whisperer ও AI or Not—সব টুলই ছবিকে ৯৯%–এর বেশি সম্ভাবনায় AI-জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।
4. ছবিতে কী অসঙ্গতি দেখা যায়?
মুখ ঝাপসা, আলো–ছায়ার ভুল ব্যবহার, অতিরিক্ত শার্পনেস—যেগুলো সাধারণত AI ছবিতে দেখা যায়।
5. মোদীর দেওয়া গীতার প্রসঙ্গটি কি আসল?
মোদী বহুবার বিদেশি রাষ্ট্রপ্রধানদের গীতা উপহার দিয়েছেন, কিন্তু ভাইরাল ছবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
Sources
Hive Moderation
Image Whisperer
AIorNot