Fact Check
Fact Check: ওয়াকফ বিলের সমর্থন করায় নীতীশ কুমারকে চড় যুবকের? না, ভাইরাল ভিডিয়োটি পুরনো
Claim
কেন্দ্রের এনডিএ সরকারের (NDA) আনা ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment Bill, 2025) সমর্থন করার প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চড় মারলেন এক যুবক।

Fact
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ২৭ মার্চ, NDTV-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায়, নিজের জন্মস্থানেই, একটি অনুষ্ঠানে গিয়ে, এক যুবকের হামলার শিকার হয়েছিলেন নীতীশ কুমার।
একই সময়ে, একই তথ্য-সহ ভিডিয়োটি প্রকাশিত হয়েছিল The Print–এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও।
সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৮ অগাস্ট লোকসভায় প্রথমবারের মতো পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ (Waqf Amendment Bill, 2024)।
অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং দাবিটি ভিত্তিহীন।
Sources
Video by NDTV, Dated March 27, 2022
Video by The Print, Dated March 27, 2022
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z