Claim
ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment Bill, 2025)-এর প্রত্যাহারের দাবিতে আন্দোলনের পথে হাঁটলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ৫ অগাস্ট, NDTV-র ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। যার শিরোনাম ছিল, “Priyanka Gandhi Vadra Sits On Road In Protest, Cops Surround Her”।
একই দিনে, India Today-এর ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিয়ো থেকে জানা যায় যে, মুদ্রাস্ফীতি, জিএসটি ও মূল্যবৃদ্ধির মতো ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল করেছিলেন তিনি। তবে, মাঝ পথেই তাঁকে আটকেছিল দিল্লি পুলিশ। পরে তাঁকে আটকও করা হয়েছিল।
সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৮ অগাস্ট লোকসভায় প্রথমবারের মতো পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ (Waqf Amendment Bill, 2024)।

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োর সঙ্গে যে দাবিটি পোস্ট করা হয়েছিল সেটি ভুল।
Sources
Video by NDTV, Dated August 5, 2022
Video by India Today, Dated August 5, 2022
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z