সোশ্যাল মিডিয়াতে মালদ্বীপ কেন্দ্রিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একদল সাদা পোশাকের মানুষ মুখে নরেন্দ্র মোদির মুখোশ পরে নানা রকম অঙ্গভঙ্গি করছে। অন্যদিকে একটি পাঠ্য বইয়ের পৃষ্ঠার ছবি ভাইরাল হয়েছে যার সাথে দাবি করা হয়েছে এটি CBSE এর নতুন অধ্যায় যেখানে প্রেম ও ডেটিং নিয়ে পড়ানো হবে। আজকের Weekly wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।

হরিদ্বারের বছর দুয়েক পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়ালো হলদোয়ানির আবহে
হরিদ্বারের বছর দুয়েক পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়ালো হলদোয়ানির আবহে। সরকারি তথ্য ও আমাদের অনুসন্ধানের উপর নির্ভর করে বলতে পারি ঈদের ভিডিও বর্তমানে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

মালদ্বীপে ‘ইন্ডিয়া বয়কট’ এর নামে ছড়ালো পুরোনো ভিডিও
যদিও এই ভিডিওটি সাম্প্রতিক নয়, কয়েকমাস পুরোনো। ভিডিওটির স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ করার পর কিছু লিংক পাই। Scroll, The Maldives Journal এর রিপোর্ট পাই যেখানে এই ভিডিওটির সাথে মিলে যায় এমন কিছু দৃশ্য রয়েছে। ৩০শে জুন ২০২৩ সালের রিপোর্টে বলা হয়েছে মালদ্বীপের সরকার প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উপহাস করার ঘটনাটির নিন্দা করেছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

নবম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত হয়েছে? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নবম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কিত অধ্যায় যুক্ত হয়েছে কেন্দ্রীয় উচ্চশিক্ষা পর্ষদের তরফ থেকে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে। বোর্ড থেকে এমন কোনো অধ্যায় যুক্ত করা হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।