মহা কুম্ভমেলায় প্রখ্য়াত হলিউড সেলেব ও কুস্তিগিরদের উপস্থিতির ছবি থেকে সেই মেলাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ। কুম্ভগামী ট্রেনে আগুন লাগানোর ভিডিয়ো। চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে সামনে এসেছে একের পর এক হিন্দু মহিলারের দেহ উদ্ধারের ছবি ও ভিডিয়ো। এই সমস্ত ছবি, ভিডিয়ো ও দাবি ঠিক কতটা সত্যি! সপ্তাহভর তদন্ত করেছে News Checker।
সেই সমস্ত তদন্ত রিপোর্ট একসঙ্গে পড়ুন এই সপ্তাহের Weekly Wrap-এ!

ভারতে মোদির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে আক্রমণ হাসিনার! ভাইরাল ভিডিয়োটি কি আদৌ সত্য়ি?
ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

কুম্ভমেলাগামী ট্রেমের কামরায় আগুন লাগাচ্ছে দুষ্কৃতীরা! ভাইরাল ভিডিয়োর সত্যতা জানুন এখানে…
ট্রেমের কামরায় আগুন লাগানোর ভিডিয়োটির সঙ্গে কুম্ভমেলার কোনও যোগ নেই। ভিডিয়োটি অন্তত দু’বছর পুরনো।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

কুম্ভমেলায় হ্য়ারি পটার-খ্যাত হলিউড অভিনেতা ড্য়ানিয়েল ব়্যাডক্লিফ? না, ভাইরাল ব্যক্তির পরিচয় জানুন
ভাইরাল ভিডিয়োর ব্যক্তিটি হ্য়ারি পটার-খ্যাত ড্যানিয়েল ব়্যাডক্লিফ নন। তিনি নিকোলো ব্রুগনারা, ইতালির একজন ফটোগ্রাফার।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

মহাকুম্ভে স্নান করলেন কুস্তিগির জন সিনা ও ব্রক লেসনার? না, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
WWE-র কুস্তিগির জন সিনা এবং ব্রক লেসনারের কুম্ভমেলার ছবিগুলি AI দ্বারা তৈরি।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

তামিলনাড়ুর হাইস্কুলে মুসলিম তরুণীকে কুপিয়ে খুন করল হিন্দু তরুণ? না, ভাইরাল ভিডিয়োর পিছনের আসল ঘটনাটি জানুন
ক্লাসরুমের তরুণীকে খুনের ভিডিয়োটি তামিলনাড়ুর নয় এবং সেটার সঙ্গে সাম্প্রদায়িক কোনও যোগ নেই।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

এটা কি বাংলাদেশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া এক মহিলার ভিডিয়ো? আসল সত্য়িটা জানুন
মহিলার রক্তাক্ত অবস্থায় ভাইরাল ভিডিয়োটির সঙ্গে বাংলাদেশের কোনও যোগ নেই। ভিডিয়োটি পশ্চিমবঙ্গের জয়নগরের।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

বাংলাদেশের খাল থেকে উদ্ধার হল তরুণীর মৃতদেহ? ভাইরাল ছবিগুলোর আসল সত্য়িটা জানুন
তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের না, বরং ভারতের।
সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।