এই সপ্তাহের ফ্যাক্ট-চেকে জানুন তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে কৃষক আন্দোলনকে নিয়ে সম্প্রতি কি ভাইরাল হলো, শুভ্রামানিয়ান স্বামীর পেট্রোলের দাম নিয়ে করা টুইটে সঠিক দাম বলা হয়েছে কিনা, প্রধানমন্ত্রী কি সিটটিই গাজীপুরের বর্ডারে পেরেক পুঁতলেন,এবং ভাইরাল ভিডিও যেখানে পুলিশ কর্মীদের কাঁদতে দেখা যাচ্ছে তা আদৌ কৃষক আন্দোলনের সাথে যুক্ত কিনা।

টুইটে প্রতিবেশী দেশের পেট্রোলের সঠিক দাম বলেছেন শুভ্রমানিয়ান স্বামী?
বিজেপি সাংসদ শুভ্রামানিয়ান স্বামী ভারত, নেপাল, শ্রীলঙ্কার পেট্রোলের দামকে নিয়ে যে টুইট করেছে তা সঠিক নয়। তুলনামূলক ভাবে ভারতের চেয়ে শ্রীলঙ্কায় পেট্রোলের দাম বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

গাজীপুর সীমান্তে পেরেক পুঁতলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৮ সালের ছবি ভুল দাবিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।২০১৮ সালে স্বচ্ছ ভারত অভিযানের উদ্দেশ্যে দিল্লীর একটি স্কুলে ঝাঁটা হাতে স্কুলে পরিষ্কার করার ছবি কাঁটাছেড়া করে গাজীপুর বর্ডারে পেরেক পোঁতার নামে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

কৃষকদের উপর লাঠি চার্জ করার পর কেঁদে ফেললেন পুলিশকর্মী?
রাঁচিতে সহকারী পুলিশদের স্থায়ী পদের দাবিতে ঝাড়খন্ড পুলিশের সাথে খন্ড যুদ্ধ, লাঠি চার্জের ভিডিও ২৬শে জানুয়ারী দিল্লীর লালকেল্লায় ট্র্যাক্টর র্যালির নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

রাজ্য সরকারের মিলন উৎসবের পেছনে রয়েছে তোষণের রাজনীতি?
সংখ্যালঘু সম্প্রদায় যেমন – মুসলিম, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশ্যে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘মিলন উৎসব’ নিয়ে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ফেসবুক থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

কৃষক আন্দোলনের পুরোনো ছবি ট্র্যাক্টর মার্চের নামে ভাইরাল
সেপ্টেম্বর মাসে পাঞ্জাব-হরিয়ানা বর্ডারের কাছে কৃষকদের বিক্ষোভে পুলিশের জলকামান ব্যবহারের ছবি ও নভেম্বর মাসে দিল্লীর দিকে অগ্রসর হওয়া পাঞ্জাবের কৃষকদের সাথে পুলিশের হাতাহাতির ছবি ২৬শে জানুয়ারী লালকেল্লায় ট্র্যাক্টর র্যালির নাম সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।