শুক্রবার, নভেম্বর 1, 2024
শুক্রবার, নভেম্বর 1, 2024

HomeAI/DeepfakeFact Check: শ্রীলঙ্কায় কুম্ভকর্ণের বিশালাকার তলোয়ারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা? জানুন আসল সত্য়িটা

Fact Check: শ্রীলঙ্কায় কুম্ভকর্ণের বিশালাকার তলোয়ারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা? জানুন আসল সত্য়িটা

Claim: শ্রীলঙ্কায় কুম্ভকর্ণের বিশালাকার তলোয়ারের খোঁজ পেলেন বিজ্ঞানীরা।

Fact: কুম্ভকর্ণের তলোয়ারের নামে যে চারটি ছবি ভাইরাল হচ্ছে, সেইগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

বিশালাকার তলোয়ার চারটি ছবি সম্বলিত একটি ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। অনেকের দাবি সেটি নাকি রাবণের ভাই কুম্ভকর্ণের তলোয়ার। যেটা বিজ্ঞানীরা শ্রীলঙ্কায় খুঁজে পেয়েছেন। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে একজন লিখেছেন, “শ্রীলঙ্কায় খননকাজের সময় পাওয়া গেলো বিশালাকায় এক তলোয়ার। গবেষকদের অনুমান এটি রামায়ণ কালের কুম্ভকর্ণের তলোয়ার। ….শ্রীরাম ও রামায়ণ ছিলেন আছেন থাকবেন।” 

Fact Check/ Verification

তদন্তের শুরুতে, এই বিষয়ে জানার জন্য News Checker-এর তরফে প্রথমে ইন্টারনেটে “Kumbhakarna’s sword” কিওয়ার্ড লিখে সার্চ করি। কিন্তু এমন কোনও সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি, যেখানে এই বিষয়ে তথ্য় রয়েছে। এরপর ভাইরাল ছবিগুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে, ছবিতে উপস্থিত মানুষের মুখগুলো স্পষ্ট নয় এবং ছবিগুলোতে একটু বেশি উজ্জ্বল ভাব রয়েছে। সেখান থেকেই আমাদের সন্দেহ হয় যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি করা হতে পারে। 

এরপর TruMedia নামের একটি টুলের আমরা সাহায্য় নিই। যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা নির্মিত বিষয়বস্তুকে চিহ্নিত করতে সাহায্য় করে। সেই টুলের সাহায্য় নিয়ে জানা যায় যে, তিনটে ছবি কারসাজি করে তৈরি করা হয়েছে।

চতুর্থ ছবিটিতে পর্যাপ্ত প্রমাণ থাকার পরে, TruMedia সেটিকে ‘অনিশ্চিত’ বলে চিহ্নিত করেছে। পরীক্ষার প্রমাণগুলো দেখা যাবে এখানে, এখানে, এখানেএখানে। 

রিপোর্ট বলা হয়েছে, “ছবিগুলোতে মানুষের চেয়ে তলোয়ারটি অনেক বড় লাগছে। এই ধরনের অবিশ্বাস্য ছবিতে ডিজিটাল কারসাজি খুব সাধারণ ব্য়াপার। ছবিগুলো বিনোদনের জন্য তৈরি করা হয়। এছাড়া, মাটির উপর তলোয়ারটিকে অত্য়ন্ত সুনিপুণ ভাবে রাখা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারাই সম্ভব।”

এরপর, Illuminarti detection tool-এর সাহায্য়েও চারটি ছবির পরীক্ষা করা হয়েছে। সেক্ষেত্রে রিপোর্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্য়বহারের কথা বলা হয়েছে। দুটো ছবিতে ৮৮ শতাংশ, একটি ছবিতে ৪৮.৭ শতাংশ এবং আরও একটিতে সম্ভবত ১৮.৪ শতাংশ এআই পদ্ধতি ব্য়বহার করা হয়েছে।

Conclusion

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, কুম্ভকর্ণের তলোয়ারের নামে যে চারটি ছবি ভাইরাল হচ্ছে, সেইগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।

Result: Altered Image

Sources
TrueMedia tool
Illuminarty tool

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular