সম্প্রতি প্রেক্ষাগৃহে এসেছে শাহরুখ খান,দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান এবং এই ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে যা প্রকৃতপক্ষে অপ্রাসঙ্গিক। আজকের Weekly Wrap এ পড়ুন তাদের আসল তথ্য।

এই ছবিটি শ্রীকৃষ্ণের হৃদয়ের ছবি নয়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল দাবি
ফেসবুকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহ ত্যাগ করছিলেন তখন ওনার হৃদয় শুধু মাত্র নিরাপদ ছিল এবং তা আজও সংরক্ষিত রয়েছে এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা রাশিয়ার এক শিল্পীর নির্মিত শিল্পকার্য। যদিও আমরা এই ছবিটির সাথে আরো যেসব দাবি করা হয়েছে তা যাচাই করিনি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মোমের মূর্তি টাইমসস্কোয়ারে কয়েক মাস আগেই উন্মোচন হয়েছে,ঘটনাটি সাম্প্রতিক নয়
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মোমের মূর্তি টাইমসস্কোয়ারে কিছুদিন আগে উন্মোচন করার দাবিটি ভুল। রোনাল্ডোর মোমের মূর্তির টাইমসস্কোয়ারে গত বছর নভেম্বর মাসে বিশ্বকাপ শুরু আগে উন্মোচিত হয়েছে এবং মূর্তিটি নিউইয়র্কের মাদামতুসোর জন্য বানানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

উত্তরাখণ্ডের শপিংমলে পাঠান ছবি দেখার হিড়িক পড়েছে? পাঠান সিনেমার আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে উত্তরাখণ্ডের শপিংমলে পাঠান ছবি দেখার হিড়িকের নাম যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে তা গতবছর কেরালার লুলু মলের ভিডিও।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে? পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শাহরুখ খানের সাথে একসঙ্গে আম্বানি পরিবার পাঠান দেখেছে এই দাবিতে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৫ সালের ২৮শে সেপ্টেম্বর মাসে রিলিয়ান্সের 4G লঞ্চ অনুষ্ঠানের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন