Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর, শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) কটূক্তি করছেন অর্জুন সিং (Arjun Singh)।
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও অর্জুন সিংয়ের (Arjun Singh) ভাইরাল ভিডিয়োটি পুরনো, ২০১৬ সালের।
রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের জন্য বুধবার মনোমনয়ন পেশ করেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি একাই মনোনয়ন পেশ করায়, এটা প্রায় নিশ্চিত যে, সুকান্ত মজুমদারের পর, রাজ্য বিজেপি (BJP West Bengal) সভাপতি (West Bengal BJP President) হচ্ছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়া বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) ঝামেলার একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, প্রকাশ্যে শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) কটূক্তি করছেন অর্জুন সিং। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর, শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) কটূক্তি করছেন অর্জুন সিং (Arjun Singh)।

ভাইারাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৬ সালের ১৭ অক্টোবর, একই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিলেন রাজ্য বিজেপির তৎকালীন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। সেই পোস্টে তিনি অর্জুন সিংকে, “ভাটপাড়ার তৃণমূল বিধায়ক” বলে উল্লেখ করেছিলেন এবং পুলিশের সামনে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও বিজেপি কর্মীদের সঙ্গে , অর্জুন সিং যে ব্যবহার করেছিলেন, তার সমালোচনা করেছিলেন।
২০১৬ সালে, Zee 24 Ghanta-র ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল।
২০১৯ সালে ভিডিয়োটি ফের একবার ভাইরাল হতে, তখনও ভিডিয়োটি নিয়ে খবর করেছিল Sangbad Pratidin।
এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো, ২০১৬ সালের।
Sources
Video by Kailash Vijayvargiya, dated October 17, 2016
Tanujit Das
November 22, 2025
Tanujit Das
November 22, 2025
Neelam Chauhan
November 20, 2025