অশ্লীল ব্যবহারের অভিযোগ তুলে, এক মুসলিম বৃদ্ধকে ট্রেনে মারধর করছেন এক তরুণী। বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। সেই ঘটনাকে কেন্দ্র করে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বঙ্গ সমাজ। বিজেপি নেতারা যেমন তরুণীর পাশে দাঁড়িয়েছেন। তেমনই, মহিলার বিরুদ্ধে সুর চড়িয়েছে সংখ্যালঘু সমাজের একাংশ।
এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে একটি ছবি। যেখানে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই তথা কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে ওই তরুণীকে। ছবিটি ফেসবুকে পোস্ট করে অনেকেই লিখেছেন, “এই অভদ্র মেয়েটি কে চিনতে পারছেন নাম…ট্রেনের মধ্যে এক রোজদার বয়স্ক ব্যক্তিকে মারধর করে”। (নিরাপত্তার কারণে মেয়েটির পরিচয় গোপন করা হয়েছে)

Fact Check/ Verification
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, Gargi Mukherjee (@gargiMu48960835) নামের একটি এক্স হ্যান্ডেলে একই ধরনের একটি ছবি, গত ৬ মার্চ পোস্ট করা হয়েছিল। তবে ওই ছবিতে শুভেন্দু অধিকারী ও তাঁর ভাইয়ের সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে, তাঁর মুখের সঙ্গে ভাইরাল ছবির মহিলার মুখের কোনও মিল নেই। সেই ছবির সঙ্গে লেখা ছিল, “টুলু মণ্ডল একজন পঞ্চায়েত মেম্বার তৃণমূলের তার মেয়ের বিয়েতে পুরো বলিউড,টলিউড স্টারের ছড়াছড়ি। সেটার তুলনায় একজন সাংসদের বিয়ের খরচ নিতান্ত সামান্য হয়েছে। যার বাবা কেন্দ্রীয় মন্ত্রী , সাংসদ ছিলেন।আরেক দাদাও প্রাক্তন সাংসদ। আরেক দাদা বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের সেরা জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী।কোন অতিরিক্ত কিছু বাড়াবাড়ি তো এত ছবি ভিডিওতে চোখে পড়লো না। পোশাক পরিচ্ছদ, আপ্যায়ন, এমন কি নতুন বউয়ের পোশাক গয়না বা বরের পোশাক একেবারে সাধারণ মধ্যবিত্ত বাড়ির যতটুকু ওই টুকু। আজকাল পেটে যাদের ভাত নেই,তাদের বিয়ে ,বৌভাতেও এর থেকে অনেক বেশি খরচ,রমরমা বিলাসিতা দেখা যায়। সুতরাং যারা ঈর্ষা বশত খারাপ পোস্ট করছেন,তাদের ঈশ্বর সুমতি দিন,তাদের চৈতন্য হোক।”
এছাড়া, রাজ্য বিজেপি নেতা অনুপম মল্লিকের এক্স হ্যান্ডেলেও একই ছবি দেখতে পাওয়া যায়। যার সঙ্গে লেখা ছিল, “গতকাল কাঁথির জনপ্রিয় সাংসদ @SoumenduAdWB সৌমেন্দু অধিকারী দাদার বৌভাতের অনুষ্ঠানে। জীবনের আর এক নতুন অধ্যায়ের শুরুতে আপনাদের অজস্র শুভকামনা।” অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, সেটি সৌমেন্দু অধিকারী ও তাঁর স্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি।
আজতক বাংলার একটি রিপোর্ট থেকে জানা যায় যে, ৩ মার্চ, ৪২ বছর বয়সে, সাত পাকে বাঁধা পড়েন কাঁথির বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। তবে সেই বিয়েতে দাদা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হয়।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ছবিটি এডিটেড বা সম্পাদিত।
Sources
X post by Anupam Mallick, Dated March 6, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z