Crime
বসিরহাটের হারোয়ার অচৈতন্য মহিলার ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, দাবিতে সামিল বাংলার বিজেপির অগ্নিমিত্রা পাল
টুইটারে বসিরহাটের হারোয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মহিলাকে অবচেতন অবস্থায় পুকুরের পাশে পরে থাকতে দেখা যাচ্ছে। সারা দেহে কাঁদা মাটি লেগে রয়েছে এবং ওনার হাতটি পেছন করে বাধা। স্থানীয় কিছু মহিলা, পুরুষ ও পশ্চিবমঙ্গ সরকারের সিভিক পুলিশ কে ওই ভিডিওতে দেখা গেছে। স্থানীয় মহিলারা জানান ওনার নাম মান্তু পাত্র ও ওনার স্বামীর নাম উৎপল পাত্র। সকাল থেকে ওনাকে ওই ভাবে পরে থাকতে দেখে পাড়া-প্রতিবেশীরা। ভিডিওতে একজন মহিলাকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তাড়াতাড়ি।
https://twitter.com/ImSid__/status/1286529644649312256
ভিডিওটি টুইটারে ভাইরাল হয়েছে এবং দাবি করা হয়েছে তৃণমূলের গুন্ডারা এই মহিলাকে ঘর থেকে তুলে এনে হাত বেঁধে ধর্ষণ করে পুকুরের ধরে ওই ভাবে ফেলে রেখে চলে গেছে। এই ঘটনার একটি অন্য ভিডিও আমরা পাই যেখানে ঐ মহিলাকে বাকি মহিলারা মিলে ধরা ধরি করে নিয়ে যাচ্ছে। অন্য এক মহিলা চিৎকার করে দাবি জানাচ্ছে যে ই ভাবে ঘর থেকে মহিলাদের তুলে নিয়ে গেলে বাকি মহিলারা কি ভাবে সুরক্ষিত থাকবে? পুলিশ প্রশাসন যদি এর কোনো বিহিত না করে তাহলে থানায় আগুন জ্বালানো হবে। সাধারণ মানুষকে এই ভাবে আর কত দিন নিপীড়িত হবে পুলিশ প্রশাসন ও তৃণমূলের সরকরের থেকে এই প্রশ্নই বারবার শোনা যাচ্ছে।
Fact-Check/Verification
বাংলার বিজেপি মজিলা মোর্চা বাহিনীর প্রধান ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন – ‘একের পর এক মহিলাদের ধর্ষিত হতে হচ্ছে এই বাংলায়, আপনার পার্টির কর্মী ও আপনারই পৃষ্ঠপোষক সংখ্যালঘুদের দ্বারা… আর আপনি মজা দেখছেন @MamataOfficial..?? নিত্যদিন বাংলায় নারীদের নিকৃষ্টরূপে লাঞ্ছিত হতে হচ্ছে…’
গুগল থেকে কালের কণ্ঠ নামের এক সংবাদ পত্র থেকেও এই খবর ছাপা হয়েছে। বিজেপির মহিলা মোর্চা বাহিনীর প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপর রুষ্ট হয়েছেন। এই ঘটনা ছাড়াও কিছু দিন আগের উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনার কথাও এখানে লেখা হয়েছে।
অগ্নিমিত্রা পাল ও কালের কণ্ঠ যে দাবি করেছে তা বিভ্রান্তিকর।
যে মহিলাটিকে উদ্ধার করা হয়েছে তার মুখের বয়ান অনুসারে তার উপর কোনো শারীরিক নির্যাতন করা হয়নি শুধু তার হাত পিঠের দিকে করে বাঁধা ছিল। পশ্চিমবঙ্গ পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে আমরা এই ঘটনাকে নিয়ে করা টুইট পাই যেখানে বলা হয়েছে বসিরহাটের হারোয়ায় যে মহিলাকে পাওয়া গেছে তার দেহে ধর্ষণের কোনো চিহ্ন ও পাওয়া যায়নি এবং মহিলা নিজেও এই ধরণের কোনো ঘটনার কথা বলেননি পুলিশ কে।
BW Business World নামের পত্রিকা ও এই রিপোর্ট পেশ করেছে যে , বসিরহাটের অচৈতন্য মহিলার ভিডিওকে নিয়ে যে দাবি করা হয়েছে পশ্চমবঙ্গ পুলিশ তাকে বিভ্রান্তিকর প্রমাণিত করেছে।

Conclusion
ভাইরাল এই ভিডিওটিকে কেন্দ্র করে যে দাবি করা হয়েছে যে তৃণমূলের গুন্ডারা মিলে ঐ মহিলাকে গণধর্ষণ করেছে, এই দাবি সম্পূর্ণ ভুল। পুলিশ তদন্তে ভাইরাল এই দাবিকে সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর বলা হয়েছে।
Result- Misleading
Our Sources-
- West-Bengal police tweet: https://twitter.com/WBPolice/status/1286277195871133697
- Business World News: https://www.businessworld.in/article/No-proof-of-alleged-sexual-assault-in-Basirhat-incident-West-Bengal-Police/23-07-2020-300721/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।