বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 19, 2024

HomeFact Checkপুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বাংলাদেশের সংবাদ মাধ্যমে...

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা? বাংলাদেশের সংবাদ মাধ্যমে ছড়ালো ‌ভুল‌ তথ্য

Authors

Dil Afrose Jahan is an award-winning freelance journalist based in Bangladesh. She was born in Dhaka, Bangladesh, in 1993 and worked as a freelance investigative journalist for SRF, among other international news media. She writes about human rights, migration, labour rights, human trafficking, crisis and conflict, religious minorities and climate change. Jahan began her career in 2012 with the Daily Shokaler Khabor (Bangla News Daily). She then worked for the television station Deepto TV as well as for the English daily Dhaka Tribune. Afrose is a former Early Childhood Development” fellow International Center for Journalists (ICFJ), IJAsia Fellow of Global Investigative Journalism Network (GIJN), and Reporters Without Borders (RSF) digital security scholar.

বিশ্বে মাঙ্কিপক্সের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বুধবার ২৭শে জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা, এবং কি ভাবে এটি আটকানো যেতে পারে সে বিষয়ে বক্তব্য দেন, সংস্থাটির  প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তার বক্তব্য। 

সংবাদগুলোর শিরোনামে বলা হয়, পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই শিরোমান সমেত সংবাদগুলো দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা image 1
Courtesy: Bangla News24.com

বাংলানিউজ২৪.কমএর ফেসবুক পোস্টটি দেখুন এখানে। ফেসবুক পোস্টটিতে  মাত্র দুই ঘন্টার মধ্যে প্রায় ৯ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা image 2
পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা image 3
Screenshot taken from Crowdtangle

নিউজচেকার যাচাই করে দেখেছে, সংবাদ শিরোনামে ভুল তথ্য দেওয়া হয়েছে। 

Fact Check/ Verification

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ সম্মেলন নিয়ে প্রকাশিত সংবাদগুলো বিস্তারিত ভাবে পড়ার পর, সংস্থাটির অফিশিয়াল টুইটার আ্যাকাউন্টে, সংস্থাটির  প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুসর বক্তব্যটি পাই। তিনি বলেন, “পুরুষ সমকামীরা, যে পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, এই মুহূর্তের জন্য, আপনার যৌন সঙ্গীর সংখ্যা হ্রাস করা, এবং নতুন অংশীদারদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে পুনর্বিবেচনা করুন।” (For men who have sex with men, this includes, for the moment, reducing your number of sexual partners, reconsidering sex with new partners.)

এই সম্পর্কিত টেড্রোসের  টুইটিতে বলা হয়, “এটি একটি প্রাদুর্ভাব যা বন্ধ করা যেতে পারে, যদি একটি দেশ, সম্প্রদায় এবং ব্যক্তিরা নিজেদেরকে অবহিত করে, ঝুঁকিগুলিকে গুরুত্ব সহকারে নেয় এবং সংক্রমণ বন্ধ করতে এবং দুর্বল গোষ্ঠীগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।”

দ্যা গার্ডিয়ানে প্রকাশিত সংবাদ শিরোনামে বলা হয়, WHO প্রধান ঝুঁকিপূর্ণ পুরুষদের যৌন সঙ্গীর সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন। এছাড়াও, সংবাদে আরও বলা হয়, বিশ্বব্যাপী এমন জরুরি অবস্থায় সমকামী পুরুষদের সম্বোধন করে পরামর্শ দেয়া হয়েছে যে, তারা যেন যৌন সম্পর্কে যাওয়ার আগে নিজেরদের নিরাপত্তা যাচাই করে নেন। 

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা image 4
Courtesy: The Guardian

আলজাজিরা এবং ইয়াহুতে (Yahoo) প্রকাশিত সংবাদেও, একই বক্তব্য তুলে ধরা হয়েছে।

পুরুষ সমকামীদের যৌনসঙ্গী কমানোর কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা image 5
Courtesy: Yahoo News

Conclusion

ডব্লিওএইচও (WHO) সমকামিতা রোধ করার আহ্বান নয়, মাঙ্কিপক্সকে রোধ করার বিষয়ে সমকামী পুরুষদের যৌনসঙ্গী কমানোর পরামর্শ দিয়েছেন ডব্লিওএইচও প্রধান।

আমাদের এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বাংলানিউজ২৪.কম তাদের তথ্য সংশোধন করে সঠিক খবরটি তুলে ধরেছে। সংশোধিত সংবাদটি এখানে দেখা যেতে পারে।

Update: আমাদের এই ফ্যাক্ট-চেকটি বাংলানিউজ২৪.কম এর সংশোধিত রিপোর্টের সাথে ১৭ই অগাস্ট ২০২২ এ আপডেট করা হয়েছে।

Result: False

Our sources

Aljazeera report published on 27th July 2022
The Guardian report published on 27th July 2022
Director-General of the World Health Organization Tedros Adhanom Ghebreyesus‘s tweet


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

Dil Afrose Jahan is an award-winning freelance journalist based in Bangladesh. She was born in Dhaka, Bangladesh, in 1993 and worked as a freelance investigative journalist for SRF, among other international news media. She writes about human rights, migration, labour rights, human trafficking, crisis and conflict, religious minorities and climate change. Jahan began her career in 2012 with the Daily Shokaler Khabor (Bangla News Daily). She then worked for the television station Deepto TV as well as for the English daily Dhaka Tribune. Afrose is a former Early Childhood Development” fellow International Center for Journalists (ICFJ), IJAsia Fellow of Global Investigative Journalism Network (GIJN), and Reporters Without Borders (RSF) digital security scholar.

Afrose Jahan
Dil Afrose Jahan is an award-winning freelance journalist based in Bangladesh. She was born in Dhaka, Bangladesh, in 1993 and worked as a freelance investigative journalist for SRF, among other international news media. She writes about human rights, migration, labour rights, human trafficking, crisis and conflict, religious minorities and climate change. Jahan began her career in 2012 with the Daily Shokaler Khabor (Bangla News Daily). She then worked for the television station Deepto TV as well as for the English daily Dhaka Tribune. Afrose is a former Early Childhood Development” fellow International Center for Journalists (ICFJ), IJAsia Fellow of Global Investigative Journalism Network (GIJN), and Reporters Without Borders (RSF) digital security scholar.

Most Popular