Authors
Claim
চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড় মেরেছেন এক মহিলা সেনা কর্মী। এটা কঙ্গনার গালে সেই থাপ্পড়ের দাগের ছবি। (Archive Link)
“Kangana Ranaut slap photo” লিখে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, ওই ঘটনাটির বহু খবর খুঁজে পাওয়া যায়। কিন্তু ওই থাপ্পড়ের ছবি কোনও সংবাদমাধ্যমে প্রকাশ পায়নি।
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে Ads of the World নামের একটি লেখা আমরা খুঁজে পাই, যেখানে একই ধরনের একটি ছবি ব্যবহার করা হয়েছিল। লেখাটি ২০০৬ সালের ৩০ মে প্রকাশিত হয়েছিল। যা থেকে জানা যায় যে, লেখাটি Baygon স্প্রে নামের একটি মশা মারার ওষুধের বিজ্ঞাপন। ওই বিজ্ঞাপনেই ছবিটি ব্যবহার করা হয়েছিল।
বিজ্ঞাপনে ব্যবহার করা ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির তুলনা করলে দেখা যায় যে, বিজ্ঞাপনের ছবিটাকে জুম করেই ভাইরাল ছবিটা তৈরি করা হয়েছে।
অতএব এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ছবিটি কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড়ের দাগ নয়।
Result: False
Source
Ads of the World article