Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim
নরেন্দ্র মোদির তৃতীয় মন্ত্রিসভায় মন্ত্রক বণ্টন নিয়ে শরিক দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। সেই দ্বন্দ্বের সময়ই ভিডিয়োতে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যাচ্ছে টিডিপির নেতা চন্দ্রবাবু নায়ডুকে। (আর্কাইভ লিঙ্ক)
Fact
ইউটিউবে “Chandrababu Naidu” ও “walkout” লিখে কিওয়ার্ড সার্চ করলে দেখা যায়, ২০২১ সালের ১৯ নভেম্বর একই ভিডিয়ো Mahaa News-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। ভিডিয়োর শিরোনাম ছিল- “I don’t need this politics: Chandrababu Walkout from Assembly.”
একই সময়ে ভিডিয়োটি Amma News অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পোস্ট করা হয়েছিল।
ওই সময় NDTV ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় যে, বিধানসভার ভিতরে চন্দ্রবাবু নায়ডুর স্ত্রী ভুবনেশ্বরী সম্পর্কে অশালীন মন্চব্য করা হয়েছিল। যার ফলে বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখান টিডিপি প্রধান এবং বিধানসভা ছেড়ে বাইরে চলে এসেছিলেন তিনি। এরপর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন চন্দ্রবাবু নায়ডু।
V6 News Telugu ও Great Telangana TV -সহ আরও অনেক সংবাদমাধ্যম ওই সময় চন্দ্রবাবু নায়ডুর বর্তমানে ভাইরাল ভিডিয়োটি সম্প্রচারিত করেছিল
ফলে এটা প্রমাণিত হল যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে তৃতীয় মোদি সরকার গঠনের কোনও সম্পর্ক নেই। ভিডিয়োটি ২০২১ সালের।
Sources
YouTube Video By Mahaa News, Dated November 19, 2021
YouTube Video By Amma News, Dated November 19, 2021
Report By NDTV, Dated November 19, 2021
Tanujit Das
April 16, 2025
Tanujit Das
April 16, 2025
Tanujit Das
April 14, 2025