বুধবার, জুন 26, 2024
বুধবার, জুন 26, 2024

HomeLoksabha Election 2024Fact Check: বারাকপুরের সম্ভাব্য জয়ী হিসেবে পার্থ ভৌমিকের নাম সম্প্রচার করেনি এবিপি...

Fact Check: বারাকপুরের সম্ভাব্য জয়ী হিসেবে পার্থ ভৌমিকের নাম সম্প্রচার করেনি এবিপি আনন্দ, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো সমীক্ষার ভুয়ো স্ক্রিনশট

Claim

সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের ওপিনিয়ন পোলের একটি স্ক্রিনশট শেয়ার করে দেখানো হয়েছে যে, ওই সংবাদমাধ্যমের বিচারে বারাকপুর লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিককে দেখানো হয়েছে। ওই স্ক্রিনশটটি শেয়ার করে ফেসবুকে লেখা হয়েছে, “এবিপি আনন্দর সুমনের শুভবুদ্ধির উদয় হয়েছে।।”  (আর্কাইভ লিঙ্ক)

ইউটিউবে কিওয়ার্ড সার্চ করলেই আমরা এবিপি আনন্দের ওপিনিয়ন পোলটি খুঁজে পাই। ১৫ এপ্রিল যা সংবাদমাধ্যমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। “Ghantakhanek Sange Suman (14.04.24) পর্ব ১: বাংলায় কোথায় অটুট কার দুর্গ? কী বলছে সি ভোটার সমীক্ষা?”- শিরোনামে এবং প্রায় এক ঘণ্টা দীর্ঘ ওই ভিডিয়োতে, ২৭ মিনিট ২১ সেকেন্ডে সময়ে বারাকপুরের সম্ভাব্য ফলাফল সম্প্রচার হতে দেখি। এবিপি আনন্দের বিচারে বারাকপুরে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে, বিজেপির প্রার্থী অর্জুন সিংকে।

এরপর আমরা দেখতে পাই যে, ভাইরাল স্ক্রিনশটটি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। সম্পাদিত ও ভুয়ো স্ক্রিনশট পোস্টের পাশাপাশি, আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Conclusion

সুতরাং এখন এটা স্পষ্ট যে, ভাইরাল স্ক্রিনশটটি সম্পাদিত। ওপিনিয়ন পোলে বারাকপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম সম্প্রচার করেনি এবিপি আনন্দ।

Result: Edited Image

Source
Video by ABP Ananda, dated  April 15, 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular