শনিবার, জুন 29, 2024
শনিবার, জুন 29, 2024

HomeLoksabha Election 2024Fact Check: লোকসভা ভোটের আগে রাজ্যবাসীর জন্য ‘ফ্রি রিচার্জ’ প্রকল্প শুরু করেছিলেন...

Fact Check: লোকসভা ভোটের আগে রাজ্যবাসীর জন্য ‘ফ্রি রিচার্জ’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর? ভাইরাল পোস্টের সত্যতা জানুন

Claim

পশ্চিমবঙ্গবাসীর জন্য ২৩৯ টাকায় ২৮ দিনের ‘ফ্রি রিচার্জ’-এর সুবিধা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে প্রত্যেক রাজ্যবাসী শাসকদল তৃণমূল কংগ্রেসকে আরও বেশি করে ভোট দেন। (আর্কাইভ লিঙ্ক)

Fact

এই দাবির তদন্তে নেমে আমরা দেখতে পাই, westbengalfreerecharge.blogspot.com একটি নামের ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া হয়েছে। কিন্তু সেই লিঙ্কটিতে খুললে দেখা যায় Service Unavailable লেখাটি আসছে।

https://aitcofficial.org/- হল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। যার সঙ্গে ভাইরাল পোস্টে দেওয়া ওয়েবসাইটের কোনও মিল নেই। ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করে, এই সংক্রান্ত কোনও সংবাদও আমরা খুঁজে পাইনি।

Scam Detector-এর সাহায্যে তদন্ত করতে উক্ত ওয়াবসাইটটি সম্পর্কেকে কোনও যাথযথ তথ্য আমরা পাইনি।

কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফেও ভাইরাল পোস্টটিকে ভুয়ো দাবি করে এক্স হ্যান্ডেলে জানান হয়েছে। এমনকী উক্ত লিঙ্কটিতে ক্লিক করলে আর্থিক জালিয়াতির মুখে পড়তে হতে পারে বলেও, সতর্কবার্তা দিয়েছে পুলিশ।

ফলে এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল দাবিটা সত্যি নয়। বরং সেটা একটি স্ক্যাম বা লোক ঠাকনোর ফন্দি।

Result: False

Source
Scam Detector

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular